ঢাকা | রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

ভেঙে দেয়া হয়েছে রাশিয়া-ইউক্রেন বন্ধুত্বের ভাস্কর্য

মো: মনিরুল ইসলাম | প্রকাশিত: ২৭ এপ্রিল ২০২২ ২০:০৯

মো: মনিরুল ইসলাম
প্রকাশিত: ২৭ এপ্রিল ২০২২ ২০:০৯

ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক : একসময় রাশিয়া-ইউক্রেনের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল। দুই দেশের বন্ধুত্বের নিদর্শন হিসেবে ইউক্রেনের রাজধানী কিয়েভে দাঁড়িয়ে ছিল বিশাল একটি ভাস্কর্য। কিন্তু রাশিয়া ইউক্রেনে সামরিক অভিযান চালানোর কারণে দুই দেশের আগের সেই সম্পর্ক এখন আর নেই। স্থানীয় প্রশাসন ভেঙে ফেলেছে সেই ভাস্কর্যটিও।

বিবিসির প্রকাশিত এক প্রতিবেদনে জানা গেছে, ইউক্রেনের রাজধানী কিয়েভের কেন্দ্রে বিশাল স্মৃতিস্তম্ভটি সরানোর নির্দেশ দেন শহরের মেয়র ভিটারি ক্লিটসকো। তিনি বলেন, রাশিয়া লাখ লাখ ইউক্রেনীয়র স্বাভাবিক জীবন শেষ করে দিয়েছে এবং ইউরোপের শান্তি নষ্ট করেছে। তাদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের প্রতীক রাখা যায় না।

ভাস্কর্যটি ভেঙে ফেলার সময় সেখানে উপস্থিত ছিলেন অনেকে বাসিন্দা। এমন দৃশ্য দেখার জন্যই তারা জড়ো হয়েছিলেন। ভাঙার পর এদের কেউ কেউ উল্লাসে মেতে ওঠেন।

গত ২৪ ফেব্রুয়ারি পূর্ব ইউক্রেনের বিচ্ছিন্নতাবাদী নিয়ন্ত্রিত দনবাস অঞ্চলে বিশেষ সামরিক অভিযান শুরুর নির্দেশ দেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন।



আপনার মূল্যবান মতামত দিন: