ঢাকা | রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

ইউক্রেনে বিমান হামলা চালিয়েছে রাশিয়া

আল আমিন | প্রকাশিত: ২৭ এপ্রিল ২০২২ ০৪:০১

আল আমিন
প্রকাশিত: ২৭ এপ্রিল ২০২২ ০৪:০১

ফাইল ছবি

আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেনের মধ্যাঞ্চল ও পশ্চিমাঞ্চলের পাঁচটি রেলস্টেশনে বিমান হামলা চালিয়েছে রাশিয়া। এ ঘটনায় এক রেলকর্মী নিহত ও চারজন আহত হয়েছেন।

স্থানীয় সময় গতকাল সোমবার সকালে রুশ বাহিনী এ হামলা চালিয়েছে বলে জানিয়েছে ইউক্রেন।

ইউক্রেনীয় বাহিনীর কাছে বিদেশি অস্ত্র আসে, এমন ছয়টি রেলপথ ধ্বংস করে দেওয়া হয়েছে বলে জানিয়েছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়।

সোমবার সকাল থেকে ইউক্রেনের বেশির ভাগ এলাকায় দুই ঘণ্টা বিমান হামলাজনিত সতর্কসংকেত বাজাতে শোনা গেছে।

রাষ্ট্রীয় রেল কোম্পানির প্রধান ওলেকসান্দর কামিশিন বলেন, পশ্চিমাঞ্চলীয় ইউক্রেনের লিভিভের কাছে ক্রাসনে এলাকায় সকাল সাড়ে আটটার দিকে একটি হামলা হয়েছে। এখান থেকে অন্য লাইনে বিদ্যুৎ সরবরাহ হয়ে থাকে। পাঁচটি রেলস্টেশনে হামলা হওয়ার কথা নিশ্চিত করেছেন তিনি।

ইউক্রেনীয় সেনাবাহিনীর দাবি, বিভিন্ন দেশ থেকে আসা অস্ত্র সরবরাহে ব্যাঘাত ঘটাতে রাশিয়া রেল অবকাঠামোগুলোতে বোমা হামলার চেষ্টা করেছে। ফেসবুক পোস্টে তারা লিখেছে, ‘সহযোগী দেশগুলোর কাছ থেকে সামরিক-কারিগরি সহায়তা পাওয়ার পথ বন্ধ করে দেওয়ার চেষ্টা করছে তারা।

সূত্র: রয়টার্স।

বিদেশ বার্তা/ এএএ



আপনার মূল্যবান মতামত দিন: