ঢাকা | শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

অবৈধ পথে লিবিয়ায় পাড়ি দেয়া ৫ শতাধিক বাংলাদেশি আটক

মো: মনিরুল ইসলাম | প্রকাশিত: ২৬ এপ্রিল ২০২২ ২১:১২

মো: মনিরুল ইসলাম
প্রকাশিত: ২৬ এপ্রিল ২০২২ ২১:১২

ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক : ভূমধ্যসাগর উপকূল থেকে লিবিয়ার আইন শৃঙ্খলা বাহিনী পাঁচ শতাধিক বাংলাদেশিকে আটক করেছে। অবৈধ পথে ভূমধ্যসাগর পাড়ি দেয়াকালে ত্রিপোলির পূর্ব উপকূলীয় জেলা মিসরাতা থেকে তাদের আটক করা হয়।

লিবিয়া পুলিশের বরাতে ত্রিপোলির বিভিন্ন সংবাদ মাধ্যম এ খবর প্রচার করেছে। আটককৃতদের একাধিক ছবি ও ভিডিও রিলিজ করেছে।

লিবিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল এসএম শামীম উজ জামান গণমাধ্যমকে আটকের সত্যতা নিশ্চিত করেছেন। দু’জন কর্মকর্তাকে ডিটেনশন সেন্টারের খোঁজ খবর নেওয়ার দায়িত্ব দেয়া হয়েছে। তারা আইওএম এবং স্থানীয় পুলিশের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রাখছেন। দূতাবাস টিম তাদের নাগরিকত্ব যাচাই-বাছাই শুরু করেছে।



আপনার মূল্যবান মতামত দিন: