
আন্তর্জাতিক ডেস্ক: রবিবার কিয়েভ সফরে যান মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন ও মার্কিন প্রতিরক্ষামন্ত্রী অস্টিন। তারা জেলেনস্কি ও তার উপদেষ্টাদের বলেন, ইউক্রেনকে আরও ৩০ কোটির বেশি মার্কিন ডলারের সামরিক সহায়তা দেবে যুক্তরাষ্ট্র।
রাশিয়ার বিরুদ্ধে লড়াইয়ে ইউক্রেনে কয়েক ধাপে সামরিক সহায়তা পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। এর মধ্যেই আরও অস্ত্র পাঠানোর ঘোষণায় যুক্তরাষ্ট্রকে সতর্ক করে দিয়েছে রাশিয়া। এখবর জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।
ওয়াশিংটনে মস্কোর রাষ্ট্রদূত আনাতোলি আন্তোভ রাশিয়ার রাষ্ট্রীয় টেলিভিশন রসিয়া ২৪-এ সাক্ষাৎকারে বলেন, অস্ত্র না পাঠানোর ওপর জোর দিয়েছিল রাশিয়া। এমনকি এই ধরনের চর্চা বন্ধ করতে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছিলাম আমরা।
রুশ রাষ্ট্রদূদ আনাতোলি অ্যান্তভ বলেন, ‘যখন আমেরিকা প্রচুর পরিমাণে অস্ত্র ইউক্রেনে পাঠায় তা কোনভাবেই গ্রহণযোগ্য নয়। আমরা চাই এই চর্চা বন্ধ হোক।’
আনাতোলি জানান, এ বিষয়ে সতর্ক করে ওয়াশিংটনকে কূটনৈতিক চিঠি দিয়েছে রাশিয়া। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র ও প্রতিরক্ষামন্ত্রীর ইউক্রেনের রাজধানী কিয়েভ সফরের পর এই উদ্বেগ জানিয়েছে রাশিয়া।
বিদেশ বার্তা/ এএএ
আপনার মূল্যবান মতামত দিন: