ঢাকা | রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

সুদানে প্রতিদ্বন্দ্বী গোত্রের মধ্যে সংঘর্ষে নিহত ১৬৮

আল আমিন | প্রকাশিত: ২৬ এপ্রিল ২০২২ ০৩:৫৭

আল আমিন
প্রকাশিত: ২৬ এপ্রিল ২০২২ ০৩:৫৭

ফাইল ছবি

আন্তর্জাতিক ডেস্ক: সুদানের বিরোধপূর্ণ দারফুর অঞ্চলের পশ্চিমাঞ্চলীয় ক্রেইনিক শহরে প্রতিদ্বন্দ্বী গোত্রের মধ্যে সংঘর্ষে অন্তত ১৬৮ জন নিহত ও প্রায় ১০০ জন আহত হয়েছেন।নিহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করছে দাতা সংস্থাগুলো।

আজ সোমবার তুরস্কের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড এ তথ্য জানিয়েছে।

দারফুরে ২০০৩ সাল থেকে গৃহযুদ্ধ চলছে। গত অক্টোবর থেকে এই সংঘাত জমি, গবাদি পশু এবং পানির কারণে বেড়ে গিয়ে ভয়াবহ রূপ নিয়েছে।

শরণার্থী সহযোগিতা সংস্থা জেনারেল কোঅর্ডিনেশন ফর রিফিজিস অ্যান্ড ডিসপ্লেসড ইন দারফুর এর মুখপাত্র আদম রেগাল জানান, ‘‘গত শুক্রবারে পশ্চিম দারফুরের ক্রাইনিক এলাকায় শুরু হওয়া সংঘাতে অন্তত ১৬৮ জন নিহত এবং ৯৮ জন আহত হয়েছে। এই হতাহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করছেন তিনি।

সশস্ত্র ব্যক্তিরা তাদের গোত্রের ২ জনের হত্যার প্রতিশোধ নিতে গত শুক্রবার অভিযুক্ত বিরোধী গোত্রের ওপর হামলা চালালে সংঘর্ষ শুরু হয়, সেদিন অন্তত ৮ জন মারা যায়।

জাতিসংঘ বলছে, ২০০৩ সালে শুরু হওয়া এই সংঘাতে এখন পর্যন্ত প্রায় ৩ লাখ মানুষ প্রাণ হারিয়েছে এবং আড়াই লাখের মত মানুষ গৃহহীন হয়েছে।

সূত্র: আল-জাজিরা।

বিদেশ বার্তা/ এএএ



আপনার মূল্যবান মতামত দিন: