
আন্তর্জাতিক ডেস্ক: গত কয়েক সপ্তাহ ধরে রুশ সেনারা দক্ষিণের বন্দরনগরী মারিউপোল অবরুদ্ধ করে আছে। কয়েকশ ইউক্রেনীয় সেনা ও বেসামরিক নাগরিক আজভস্তাল স্পাত কারখানায় আশ্রয় নিয়েছে। তারা শোচনীয় অবস্থার মধ্যে রয়েছে বলে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
তাই মারিউপোলের আজভস্তালে বেসামরিক নাগরিকদের সরিয়ে নিতে অস্ত্রবিরতি ঘোষণা করেছে রাশিয়া। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে।
রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, রাশিয়ার সেনারা বেসামরিক নাগরিকদের সরে যেতে লড়াই বন্ধ রাখবে।
সোমবার মস্কোর স্থানীয় সময় দুপুর ২টা থেকে এই অস্ত্রবিরতি কার্যকর হবে। অস্ত্রবিরতির সময় রুশ সেনা ইউনিট বেসামরিক নাগরিকদের প্রত্যাহারে নিরাপদ দূরত্বে থাকবে। সূত্র: গার্ডিয়ান
উল্লেখ্য, গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরু করে রাশিয়া। বিগত ৫৯ দিনে ইউক্রেনের বেশ কয়েকটি নগরী দখলে নিয়েছে রুশ বাহিনী। এরি মধ্যে ইউক্রেনের প্রসিকিউটর জেনারেলের অফিস জানিয়েছে, রুশ হামলায় এখন পর্যন্ত অসংখ্য ইউক্রেনীয় নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে অনেকে।
রাশিয়ার সেনা অভিযানের পর থেকে এখন পর্যন্ত ইউক্রেনের একশ’টির মতো সাংস্কৃতিক ও ধর্মীয় ঐতিহাসিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে।
জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর জানিয়েছে, রাশিয়ার সেনা অভিযানের পর থেকে এ পর্যন্ত ইউক্রেন ছেড়েছে প্রায় ৪৫ লাখ মানুষ।
বিদেশ বার্তা/ এএএ
আপনার মূল্যবান মতামত দিন: