ঢাকা | মঙ্গলবার, ৮ এপ্রিল ২০২৫, ২৫ চৈত্র ১৪৩১ info@bideshbarta.com +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

গাজার পুনর্গঠনে আরব নেতাদের পরিকল্পনা প্রত্যাখ্যান যুক্তরাষ্ট্রের

এ আর লিমন | প্রকাশিত: ৫ মার্চ ২০২৫ ২০:৩০

এ আর লিমন
প্রকাশিত: ৫ মার্চ ২০২৫ ২০:৩০

ফাইল ফটো

গাজার পুনর্গঠনের জন্য দীর্ঘ প্রতীক্ষিত আরব নেতাদের পরিকল্পনা প্রত্যাখ্যান করেছে ট্রাম্প প্রশাসন। যুক্তরাষ্ট্র জানিয়েছে, গাজার ব্যাপারে প্রেসিডেন্ট ট্রাম্প তার নিজস্ব দৃষ্টিভঙ্গিতে অটল রয়েছেন। বুধবার সিএনএন এ তথ্য জানিয়েছে।

গাজা পুনর্গঠনে জানুয়ারিতে ট্রাম্প তার পরিকল্পনার কথা জানিয়েছিলেন। তাতে বলা হয়েছে, গাজার ফিলিস্তিনি বাসিন্দাদের বহিষ্কার করা হবে। পরে এই ভখণ্ডকে  মার্কিন যুক্তরাষ্ট্রের মালিকানাধীন একটি ‘রিভিয়েরা’-তে রূপান্তর করা হবে। ওই সময় আরব বিশ্ব এর তীব্র প্রতিবাদ জানিয়েছিল। মঙ্গলবার কায়রোতে আরব নেতাদের সম্মেলনে মিশর গাজার পুনর্গঠনের জন্য ৫৩ বিলিয়ন ডলারের একটি পরিকল্পনা প্রকাশ করে। 

মিশরের পরিকল্পনার প্রথম ধাপে রয়েছে, অবিস্ফোরিত গোলা অপসারণ শুরু করা এবং ইসরায়েলের বোমাবর্ষণ ও সামরিক আক্রমণের ফলে অবশিষ্ট পাঁচ কোটি টনেরও বেশি ধ্বংসস্তূপ পরিষ্কার করা। পুনর্গঠনের সময় গাজার জনগণ যেখানে থাকতে পারবে, সেখানে লাখ লাখ অস্থায়ী আবাসন ইউনিট গড়ে তোলা হবে। ধ্বংসস্তূপ পুনর্ব্যবহার করা হবে এবং এর কিছু অংশ গাজার ভূমধ্যসাগরীয় উপকূলে বিস্তৃত ভূমি তৈরির জন্য ব্যবহার করা হবে।
 
মঙ্গলবার রাতেই যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র ব্রায়ান হিউজেস এক বিবৃতিতে বলেন, “বর্তমান প্রস্তাবটি এই বাস্তবতাকে স্বীকার করে না যে গাজা বর্তমানে বসবাসের অযোগ্য এবং বাসিন্দারা ধ্বংসাবশেষ এবং অবিস্ফোরিত অস্ত্রে ঢাকা এমন একটি অঞ্চলে মানবিকভাবে বসবাস করতে পারে না।”

তিনি বলেন, “প্রেসিডেন্ট ট্রাম্প হামাসমুক্ত গাজা পুনর্গঠনের তার দৃষ্টিভঙ্গিতে অটল। এই অঞ্চলে শান্তি ও সমৃদ্ধি আনতে আমরা আরো আলোচনার জন্য উন্মুখ।”



আপনার মূল্যবান মতামত দিন: