ঢাকা | শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫, ২৮ চৈত্র ১৪৩১ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

৪৫ বছর পর ইসরায়েলি কারাগার থেকে ছাড়া পেলেন ফিলিস্তিনের মুক্তিকামী নেতা বারগুতি

এ আর লিমন | প্রকাশিত: ২৮ ফেব্রুয়ারি ২০২৫ ১৭:৩৪

এ আর লিমন
প্রকাশিত: ২৮ ফেব্রুয়ারি ২০২৫ ১৭:৩৪

নায়েল বারগুতি, ছবি: সংগৃহীত

বিশ্বে সবচেয়ে দীর্ঘ সময় জেলে কাটান ফিলিস্তিনি নাগরিক নায়েল বারগুতি। ৬৭ বছর বয়সী জীবনে তিনি ৪৫ বছর ইসরায়েলি কারাগারে বন্দি ছিলেন। অবশেষে তার মুক্তি মিলেছে। গতকাল বৃহস্পতিবার তাকে মুক্তি দেয় ইসরায়েল।

বারগুতির ৪৫ বছরের কারা জীবনের মধ্যে কারাগারে একটানা কাটে ৩৪ বছর। এর মধ্য দিয়ে বিশ্বে সবচেয়ে দীর্ঘ সময় কারাগারে থাকা রাজনীতিবিদ হিসেবে ২০০৯ সালে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে তার নাম উঠেছে।

বারগুতি ‘আবু আল-নুর’ নামে ফিলিস্তিনি বন্দীদের মধ্যে পরিচিত। ফিলিস্তিনিদের মধ্যে সবচেয়ে বেশি সময় ইসরায়েলের কারাগারে থাকা ব্যক্তিও তিনিই।

২০১১ সালে হামাস ‘গিলাদ শালিত’ বন্দিবিনিময়ের অংশ হিসেবে নায়েলকে মুক্ত করে এনেছিল। তবে সেই ছাড়া পাওয়া খুব বেশি দিনের জন্য হয়নি। ২০১৪ সালে তাকে আবারও গ্রেপ্তার করে ইসরায়েল বাহিনী। 

বারগুতির পরিবার বলেছে, এবার মুক্তি পেয়ে ফিলিস্তিনের বাইরে নির্বাসিত জীবন কাটাতে সম্মত হয়েছেন তিনি। এ শর্তে ইসরায়েল তাকে আবার গ্রেপ্তার হওয়া থেকে মুক্ত থাকার কিছুটা স্বাধীনতা দিয়েছে।

ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস ও ইসরায়ের মধ্যে যুদ্ধবিরতির অংশ হিসেবে এবার তাকে মুক্তি দেয়া হয়। 

রামাল্লার উত্তরে ফিলিস্তিনি গ্রাম কোবারে ১৯৫৭ সালের ২৩ অক্টোবর জন্মগ্রহণ করেন বারগুতি। ফিলিস্তিনে ব্রিটিশ ও ইসরায়েলি দখলদারের বিরুদ্ধে লড়াইয়ে শামিল হওয়া ঐতিহ্যবাহী একটি পরিবারে জন্ম তার।

মাত্র ১০ বছর বয়সে ১৯৬৭ সালে গাজা উপত্যকা, পূর্ব জেরুজালেম ও পশ্চিম তীরের বাকি অংশের পাশাপাশি নিজ গ্রামে ইসরায়েলি আগ্রাসনের সাক্ষী হয়েছিলেন বারগুতি। নায়েল বারগুতির বোন হানান বারগুতি বলেন, ইসরায়েলের দখলদারির বিরুদ্ধে তার ভাইয়ের প্রতিরোধ লড়াই শুরু হয় ওই অতটুকু বয়সেই। একেবারে ছোট থাকতে প্রতিবাদের ভাষা হিসেবে ইসরায়েলি বাহিনীর দিকে পাথর ছুড়ে মারতেন বারগুতি। দেয়ালে–দেয়ালে লিখতেন দখলদারির বিরুদ্ধে স্লোগান।



আপনার মূল্যবান মতামত দিন: