ঢাকা | বৃহঃস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫, ৪ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যে রোজা শুরু কবে, জানা যাবে সন্ধ্যায়

এ আর লিমন | প্রকাশিত: ২৮ ফেব্রুয়ারি ২০২৫ ১৭:২৯

এ আর লিমন
প্রকাশিত: ২৮ ফেব্রুয়ারি ২০২৫ ১৭:২৯

প্রতীকী ছবি
সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের অধিকাংশ মুসলিমপ্রধান দেশে পবিত্র রমজান মাস কবে শুরু হবে তা জানা যাবে শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি নিয়ে বৈঠকে করবে এবং চাঁদ দেখা সাপেক্ষে সিদ্ধান্ত নেয়া হবে। মক্কার স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় চাঁদ দেখার প্রস্তুতি নিয়েছে দেশটি। মক্কায় যে সময় সন্ধ্যা ৬টা বাজবে তখন বাংলাদেশে সময় হবে রাত ৯টা। ফলে ওই সময়ই জানা যাবে হিজরি ১৪৪৬ সালের রমজান মাস কবে শুরু হবে।
 
সৌদির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সৌদি গেজেটসহ বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদন মতে, শুক্রবার সন্ধ্যায় চাঁদ দেখা গেলে রোজা শুরু হবে শনিবার (১ মার্চ) থেকে। তবে আজ সন্ধ্যায় চাঁদ না দেখা গেলে রোজা শুরু হবে রোববার (২ ফেব্রুয়ারি)।
 
প্রতিবেদন বলা হয়, শুক্রবার সন্ধ্যায় রমজানের চাঁদ দেখা গেলে, এশার জামাতের পর তারাবির নামাজ শুরু হবে। আর যদি মাগরিব বা সন্ধ্যার নামাজের পরে রমজানের চাঁদ না দেখা যায়, তাহলে সৌদিতে রোববার থেকে পবিত্র রমজান মাস শুরু হবে। তারাবি হবে শনিবার বাদ এশা।
 
হিজরি বর্ষপঞ্জির নবম মাস পবিত্র রমজান। চাঁদের ওপর নির্ভর করে হিজরি মাস গণনা করা হয়। সাধারণত মধ্যপ্রাচ্যের দেশগুলোর একদিন পর বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার বেশিরভাগ দেশে রমজান মাস শুরু হয়।
 
এদিকে, বাংলাদেশে শনিবার (১ মার্চ) বাদ মাগরিব জাতীয় চাঁদ দেখা কমিটি বৈঠকে বসবে। ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেনের সভাপতিত্বে ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম সভাকক্ষে এ সভা হবে। সেখানে ১৪৪৬ হিজরি সনের পবিত্র রমজান মাস শুরুর বিষয়টি নির্ধারণ করা হবে। ইসলামিক ফাউন্ডেশনের জনসংযোগ কর্মকর্তা বিল্লাল বিন কাসেম সংবাদমাধ্যমকে এ তথ্য জানান।

 

 

 

 



আপনার মূল্যবান মতামত দিন: