ঢাকা | বৃহঃস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫, ৪ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

মুক্তিপ্রাপ্ত ফিলিস্তিনি বন্দিদের বহনকারী বাস পশ্চিম তীরে পৌঁছেছে

এ আর লিমন | প্রকাশিত: ২৭ ফেব্রুয়ারি ২০২৫ ১০:১৪

এ আর লিমন
প্রকাশিত: ২৭ ফেব্রুয়ারি ২০২৫ ১০:১৪

রামাল্লায় পৌঁছেছে মুক্তিপ্রাপ্ত ফিলিস্তিনিদের বহনকারী বাস।

গাজা যুদ্ধবিরতি চুক্তির আওতায় বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) চার ইসরায়েলি জিম্মির মরদেহ রেড ক্রসের কাছে হস্তান্তর করেছে হামাস। বিনিময়ে দেশটিতে বন্দি থাকা ফিলিস্তিনিদের মুক্তি দিচ্ছে ইসরায়েল। এই চার জিম্মির বিনিময়ে ছয় শতাধিক বন্দিকে মুক্তি দেয়ার কথা রয়েছে।  ইতোমধ্যে মুক্তিপ্রাপ্ত ফিলিস্তিনি বন্দিদের বহনকারী বাস পশ্চিম তীরে পৌঁছেছে।

বিবিসি বলছে, ফিলিস্তিনি বন্দিদের ভর্তি একটি বাস পশ্চিম তীরের রামাল্লায় পৌঁছেছে। তবে বাসে ঠিক কতজন ছিলেন, সে সম্পর্কে কোনও আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। তবে আরবি মিডিয়া আউটলেটগুলো বলছে, অন্তত ৪০ জনের বেশি ফিলিস্তিনি রয়েছেন। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে যে ইসরায়েল এখন প্রায় ৯৭ ফিলিস্তিনি বন্দিকে মিশরের কাছে হস্তান্তর করেছে।

এদিকে মিশর এবং গাজায় আরও বেশি বন্দি ফেরার খবর পাওয়া গেছে। তবে বিবিসি ওই তথ্য নিশ্চিত করতে পারেনি। এদিন রামাল্লায় পৌঁছানো ফিলিস্তিনিদের অভ্যর্থনা জানায় উল্লাসিত জনতা। মুক্তিপ্রাপ্তদের জনগণকে কাঁধে তুলে উল্লাস করতেও দেখা গেছে।

এর আগে বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) ভোররাতে রেড ক্রসের কাছে চার জিম্মির মরদেহ হস্তান্তর করে হামাস। গোষ্ঠীটির একজন কর্মকর্তা বার্তা সংস্থা এএফপিকে বলেছেন: "চারটি মরদেহ কিছুক্ষণ আগে হস্তান্তর করা হয়েছে। আমরা ফিলিস্তিনি বন্দীদের মুক্তির জন্য অপেক্ষা করছি।"

পরে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর কার্যালয় নিশ্চিত করেছে যে চার জিম্মির মৃতদেহ ফিরে এসেছে। তাদের পরিচয় নিশ্চিত করতে ডিএনএ পরীক্ষা করা হবে। 
 
বিবিসি রেড ক্রসের গাড়ির ছবি প্রকাশ করেছে, যাতে করে চারটি মরদেহ ইসরায়েলে নিয়ে যাওয়া হয়েছে। রেড ক্রস ব্র্যান্ডিং এবং পতাকা সহ টয়োটা ফোর-হুইল-ড্রাইভ গাড়ির একটি দল যেখানে হামাস মৃতদেহ হস্তান্তর করেছিল সেই পথে ছবি তোলা হয়েছিল। এর আগে অনুষ্ঠানের মাধ্যমে জিম্মিদের হস্তান্তর করেছে হামাস। কিন্তু এবার ইসরায়েলের দাবির মুখে কোনো ধরনের অনুষ্ঠান ছাড়াই এই বিনিময় হলো।


আপনার মূল্যবান মতামত দিন: