ঢাকা | বৃহঃস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫, ৪ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

নেতানিয়াহু ‘নোংরা খেলায়’ মেতেছে: হামাস

এ আর লিমন | প্রকাশিত: ২৩ ফেব্রুয়ারি ২০২৫ ১৩:৪৪

এ আর লিমন
প্রকাশিত: ২৩ ফেব্রুয়ারি ২০২৫ ১৩:৪৪

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি : রয়টার্স

গাজায় চলমান যুদ্ধবিরতি চুক্তি নস্যাৎ করতে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ‘নোংরা খেলায়’ মেতেছেন বলে মন্তব্য করেছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। খবর আল জাজিরা

হামাসের রাজনৈতিক শাখার জ্যেষ্ঠ সদস্য বাসেম নাঈম আল জাজিরাকে দেয়া সাক্ষাতকারে বলেন, আগামী ১ মার্চ যুদ্ধবিরতি চুক্তির প্রথম ধাপ শেষ হবে। এর মধ্যে দ্বিতীয় ধাপ নিয়ে আলোচনার মাধ্যমে একটি ঐকমত্যে পৌঁছাতে চাচ্ছে হামাস। কিন্তু তাতে আগ্রহ দেখাচ্ছে না ইসরায়েল। 

বাসেম নাঈম বলেন, ‘আমরা বিশ্বাস করি, আবারও এই চুক্তিকে ভণ্ডুল ও গুরুত্বহীন করার নোংরা খেলা চলছে। আর এই খেলার মাধ্যমে আবার নতুন করে যুদ্ধে ফিরে যাওয়ার বার্তা দেওয়া হচ্ছে।’

গতকাল হামাস চুক্তির শর্ত মেনে ছয়জন ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিয়েছে। কিন্তু ইসরায়েল ৬০২ জন ফিলিস্তিনি বন্দীকে গাজায় পাঠায়নি।

এ বিষয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, সর্বশেষ মুক্তি পাওয়া জিম্মিদের ‘অপমানজনক অনুষ্ঠানের’ মাধ্যমে ইসরায়েলের হাতে তুলে দেওয়া হয়েছে। তাই আপাতত ফিলিস্তিনি বন্দীদের মুক্তি দেওয়া হবে না। নেতানিয়াহুর এমন কর্মকাণ্ডের পর যুদ্ধবিরতি চুক্তির ভবিষ্যৎ নিয়ে স্পষ্টতই অনিশ্চয়তা দেখা দিয়েছে।

 



আপনার মূল্যবান মতামত দিন: