
আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেন প্রেসিডেন্টের উপদেষ্টা ওলেস্কি অ্যারেস্তোভিচ অভিযোগ করেছেন, মারিউপোলের ইস্পাত কারখানা আজভস্তাল লক্ষ্য করে রাশিয়া ফের বিমান হামলা শুরু করেছে।
ওলেস্কি অ্যারেস্তোভিচ বলেন, রুশ বাহিনী ইস্পাত কারখানা ধ্বংসের চেষ্টা করছে।
জাতীয় টেলিভিশনে ওলেস্কি অ্যারেস্তোভিচ বলেন, রাশিয়া মারিউপোলের আজভস্তালের শেষ প্রতিরোধকারীদের টুঁটি চেপে ধরার চেষ্টা করছে।
এর আগে গত বৃহস্পতিবার রাশিয়া মারিউপোলের সব অঞ্চল দখল করে নিয়েছে শুধুমাত্র আজভস্তালের ইস্পাত কারখানা ছাড়া।
এজন্য শোনার পর দেশটির প্রেসিডেন্ট পুতিন রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী এবং ইউক্রেন সেনাদের অভিনন্দন জানান।
পাশাপাশি তিনি মারিউপোল ধ্বংস না করার নির্দেশ দেন। এবং শহরটি এমনভাবে অবরুদ্ধ করে রাখার নির্দেশ দেন যেন মাছিও ঢুকতে না পারে। সূত্র: রয়টার্স
উল্লেখ্য, গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরু করে রাশিয়া। বিগত ৫৭ দিনে ইউক্রেনের বেশ কয়েকটি নগরী দখলে নিয়েছে রুশ বাহিনী। এরি মধ্যে ইউক্রেনের প্রসিকিউটর জেনারেলের অফিস জানিয়েছে, রুশ হামলায় এখন পর্যন্ত অসংখ্য ইউক্রেনীয় নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে অনেকে।
রাশিয়ার সেনা অভিযানের পর থেকে এখন পর্যন্ত ইউক্রেনের একশ’টির মতো সাংস্কৃতিক ও ধর্মীয় ঐতিহাসিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে।
জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর জানিয়েছে, রাশিয়ার সেনা অভিযানের পর থেকে এ পর্যন্ত ইউক্রেন ছেড়েছে ৪০ লাখ ৯৩ হাজার মানুষ।
বিদেশ বার্তা/ এএএ
আপনার মূল্যবান মতামত দিন: