ঢাকা | শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

পাগল হয়ে গেছেন রাশিয়ার প্রেসিডেন্ট

আল আমিন | প্রকাশিত: ২৪ ফেব্রুয়ারি ২০২২ ১০:৩৪

আল আমিন
প্রকাশিত: ২৪ ফেব্রুয়ারি ২০২২ ১০:৩৪

ফাইল ছবি: ভ্লাদিমির পুতিন

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাজ্যের প্রতিরক্ষামন্ত্রী বেন ওয়ালেস বলেছেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ‘পুরোপুরি পাগল’ হয়ে গেছে। আজ বুধবার (২৩ ফেব্রুয়ারি) ওয়েস্টমিনস্টারে সামরিক বাহিনীর সদস্যদের সঙ্গে কথা বলার সময় তিনি এ কথা বলেন। খবর বিবিসি ও ডেইলি মেইলের।

বেন ওয়ালেস বলেন, ‘রুশ প্রেসিডেন্ট ভুল করছেন কেননার তার পদক্ষেপকে সমর্থন দেওয়ার জন্য কোনো মিত্র নেই।’

বেন ওয়ালেস আরও বলেন, ‘দুর্ভাগ্যবশত আমরা এখন পুতিনের মধ্যে একটি ব্যস্ত প্রতিপক্ষ পেয়েছি যে পুরোপুরি পাগল হয়ে গেছেন। ওয়ালেস এ সময় পুতিনকে প্রথম জার নিকোলাসের সঙ্গে তুলনা করে বলেন, প্রথম জার নিকোলাস পুতিনের মতো একই ভুল করেছেন তার কোনো বন্ধু ছিল না, কোনো মিত্র ছিল না।’

বেন ওয়ালেস যুক্তি দেন, ১৯ শতকের ক্রিমিয়ান যুদ্ধের মাঝামাঝি সময়ে তার সেনাদল প্রথম জার নিকোলাসের 'পেছনে লাথি মেরেছিল'। ওয়ালেস বলে, আমরা সবসময় এটি আবার করতে পারি।

বিদেশ বার্তা/ এএএ



আপনার মূল্যবান মতামত দিন: