
আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি অভিযোগ করে বলেছেন, শহরটিতে রাশিয়ার অভিযানক ‘সন্ত্রাসী অভিযান’।
জেলেনস্কি বলেন, দক্ষিণ বন্দর নগরী মারিউপোলে হাজার হাজার বেসামরিক নাগরিক আটকা পড়ে আছেন।
মারিউপোলে অবস্থান করা
তিনি বলেন, ইউক্রেনের কমান্ডাররা বলেছেন, রুশ বাহিনী মানবিক করিডোর খুলতে চুক্তির প্রতি সম্মান দেখায়নি। যুদ্ধবিরতি বাস্তবায়ন না করে তারা অবিরত বোমাবর্ষণ করে যাচ্ছে।
জেলেনস্কি বলেন, রুশ বাহিনী তাদের দখলকৃত ১২০ কিলোমিটার দিয়ে আমাদের সেনাদের যেতে দেয়নি। আটকে পড়া হাজার হাজার মানুষকে তারা বের হতে দিচ্ছে না।
উল্লেখ্য, গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরু করে রাশিয়া। বিগত ৫৫ দিনে মারিউপোলসহ ইউক্রেনের বেশ কয়েকটি নগরী দখলে নিয়েছে রুশ বাহিনী।
বিদেশ বার্তা/ এএএ
আপনার মূল্যবান মতামত দিন: