ঢাকা | রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

ইউক্রেন যুদ্ধে সিরিয়া-লিবিয়ার প্রায় ২৫ সেনা নিহত

আল আমিন | প্রকাশিত: ২২ এপ্রিল ২০২২ ০২:৪০

আল আমিন
প্রকাশিত: ২২ এপ্রিল ২০২২ ০২:৪০

ফাইল ছবি

আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেনে রাশিয়ার হয়ে যুদ্ধে যোগ দিতে সিরিয়ার কয়েক হাজার যোদ্ধা নিবন্ধন করেছেন বলে জানিয়েছেন সিরিয়া পর্যবেক্ষক ও বিশ্লেষকরা।

ইউক্রেনে হামলার শুরুর দিকে ক্রেমলিন দাবি করে, রাশিয়ার হয়ে যুদ্ধে লড়তে মধ্যপ্রাচ্য থেকে ১৬ হাজারের বেশি আবেদন এসেছে।

এদিকে ইউক্রেনের কর্মকর্তারা দাবি করছেন, দক্ষিণপূর্ব ইউক্রেনে দেশটির সেনাবাহিনীর সঙ্গে যুদ্ধে সিরিয়া-লেবাননের দুই ডজন ভাড়াটে সেনা নিহত হয়েছে।

ইউক্রেনের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের সচিব ওলেক্সি দানিলোভ এনভি অনলাইন ম্যাগাজিনে এক সাক্ষাৎকারে বলেছেন, দক্ষিণপূর্ব লুহানস্ক অঞ্চলের পোপাসনা অঞ্চলে একটি সামরিক ইউনিট সম্পূর্ণ ধ্বংস করে দেওয়া হয়েছে। ছোট ওই ইউনিটে ২০-২৫ জন ছিল।

অনুমান করে ইউক্রেনের এই কর্মকর্তা বলেন, লুহানস্ক এবং দোনেতস্ক অঞ্চলে ৩০০ থেকে ৫০০ সিরিয়া এবং লিবিয়ার ভাড়াটে সেনা যুদ্ধ করছে।

বিশ্লেষকরা বলছেন, এই যোদ্ধাদের মধ্যে রাশিয়ার কাছ থেকে প্রশিক্ষণপ্রাপ্ত সিরিয়ার সেনা, সাবেক বিদ্রোহী ও সিরিয়ায় বছরের পর বছর ধরে যুদ্ধ করা অভিজ্ঞ যোদ্ধারা আছেন। নিয়োগের ক্ষেত্রে মস্কো নিজেদের কাছ থেকে প্রশিক্ষণপ্রাপ্তদেরই প্রাধান্য দিচ্ছে।

যদিও পুতিন ইউক্রেন যুদ্ধের নতুন কমান্ডার হিসেবে আলেকজান্ডার ডভোর্নিকভকে নিয়োগ দেওয়ার পর বিদেশি যোদ্ধাদের যোগদানের সম্ভাবনা বেড়েছে। কারণ, ডভোর্নিকভ সিরিয়ায় রাশিয়ান সামরিক বাহিনীর নেতৃত্বে ছিলেন। সূত্র: আল জাজিরা

উল্লেখ্য, গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরু করে রাশিয়া। বিগত ৫৫ দিনে মারিউপোলসহ ইউক্রেনের বেশ কয়েকটি নগরী দখলে নিয়েছে রুশ বাহিনী।

বিদেশ বার্তা/ এএএ



আপনার মূল্যবান মতামত দিন: