ঢাকা | শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

হিজবুল্লাহর উপপ্রধানকে হত্যার দাবি ইসরায়েলের

সেলিম সোহেল | প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর ২০২৪ ১৬:৫২

সেলিম সোহেল
প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর ২০২৪ ১৬:৫২

হিজবুল্লাহর উপপ্রধানকে হত্যার দাবি ইসরায়েলের

নিজস্ব প্রতিবেদক : এবার লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর উপপ্রধানকে হত্যার দাবি করেছে ইসরায়েল। রোববার ইসরায়েলি সামরিক বাহিনী এক্স-এ একটি পোস্টে এ দাবি করেছে। 

ইসরায়েলি বাহিনী বলেছে, তারা শীর্ষস্থানীয় হিজবুল্লাহ নেতা নাবিল কাউককে হত্যা করেছে। তিনি সংগঠনের অবশিষ্ট কয়েকজন সিনিয়র নেতাদের একজন। কাউক হিজবুল্লাহর কেন্দ্রীয় কাউন্সিলের উপপ্রধান ছিলেন।

কাউক হাসান নাসরাল্লাহর উত্তরসূরি হিসেবে বিবেচিতদের মধ্যে একজন। শুক্রবার হিজবুল্লাহর প্রধান হাসান নাসরাল্লাহ বৈরুতে ইসরায়েলি বিমান হামলায় নিহত হয়েছেন।

ইসরায়েলি হামলায় হিজবুল্লাহর কয়েক জন শীর্ষনেতা নিহত হওয়ার পর এখন সংগঠনের নেতৃত্ব দেবে তা বাছাই করার পথ সংকুচিত হচ্ছে। বিশ্লেষকরা জানাচ্ছেন, হিজবুল্লাহর নির্বাহী পরিষদের প্রধান হাশিম সাফিউদ্দীন তালিকায় এক নম্বরে রয়েছেন। সংগঠনটির সহ-মহাসচিব নাঈম কাসেমও এই দৌড়ে রয়েছেন বলে জানা গেছে।



আপনার মূল্যবান মতামত দিন: