ঢাকা | রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

ইউক্রেনে সংঘটিত যুদ্ধাপরাধ ইতিহাস ক্ষমা করবে না

আল আমিন | প্রকাশিত: ২১ এপ্রিল ২০২২ ০৬:০৩

আল আমিন
প্রকাশিত: ২১ এপ্রিল ২০২২ ০৬:০৩

ফাইল ছবি

আন্তর্জাতিক ডেস্ক: ইউরোপীয়ান কাউন্সিলের প্রেসিডেন্ট চার্লস মিশেল বলেছেন, ইউক্রেনে সংঘটিত যুদ্ধাপরাধ ইতিহাস ক্ষমা করবে না। বুধবার এক টুইট বার্তায় তিনি এই মন্তব্য করেন।

টুইটারে তিনি লিখেছেন, বুচাসহ ইউক্রেনের আরও অনেক শহরে সংঘটিত যুদ্ধাপরাধ ইতিহাস কখনো ক্ষমা করবে না। ন্যায়বিচার ছাড়া শান্তি প্রতিষ্ঠা হতে পারে না। খবর: সিএনএন।

রাশিয়া ইউক্রেনে বেসামরিক নাগরিকদের টার্গেট করার তথ্য অস্বীকার করছে। কিন্তু যুক্তরাষ্ট্রভিত্তিক গণমাধ্যম সিএনএন বলছে, তাদের রিপোর্টার সরেজমিনে ইউক্রেন সফর করে গণহত্যার প্রমাণ পেয়েছেন।

ইউরোপীয় কাউন্সিলের প্রধান এর আগে গতকাল ইউক্রেনের ট্রেন স্টেশনে একটি ছবি পোস্ট করে লিখেছিলেন— স্বাধীন এবং গণতান্ত্রিক ইউরোপের হৃদয়ে।

উল্লেখ্য, গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরু করে রাশিয়া। বিগত ৫৪ দিনে ইউক্রেনের বেশ কয়েকটি নগরী দখলে নিয়েছে রুশ বাহিনী। এরি মধ্যে ইউক্রেনের প্রসিকিউটর জেনারেলের অফিস জানিয়েছে, রুশ হামলায় এখন পর্যন্ত অসংখ্য ইউক্রেনীয় নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে অনেকে।

রাশিয়ার সেনা অভিযানের পর থেকে এখন পর্যন্ত ইউক্রেনের একশ’টির মতো সাংস্কৃতিক ও ধর্মীয় ঐতিহাসিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে।

জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর জানিয়েছে, রাশিয়ার সেনা অভিযানের পর থেকে এ পর্যন্ত ইউক্রেন ছেড়েছে ৪০ লাখ ৯৩ হাজার মানুষ।

বিদেশ বার্তা/ এএএ



আপনার মূল্যবান মতামত দিন: