
আন্তর্জাতিক ডেস্ক: মালয়েশিয়ার পেনাঙ রাজ্যের সাময়িক অভিবাসী বন্দিশিবিরে দাঙ্গা ছড়িয়ে পরার পর ৫২৮ রোহিঙ্গা বুধবার ভোরে পালিয়েছিল। বন্দিশিবিরটি মালয়েশিয়ার উত্তরাঞ্চলে অবস্থিত বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
শিবির থেকে পালানোর সময় রাস্তা পার হতে গিয়ে দ্রুতগতির গাড়ির নীচে চাপা পড়ে ছয় রোহিঙ্গা মারা গেছেন। তাদের মধ্যে দুই নারী ও দুইজন শিশুও রয়েছেন।
স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, বন্দিশিবির থেকে পালানো ৮৮ জনকে ধরেছে গ্রামের বাসিন্দারা। আর ৩৮২ জনকে সকাল ১০টার মধ্যেই আটক করেছে পুলিশ। বাকিদের ধরতে এখনও কাজ করছে পুলিশ, সাথে ওই বন্দিশিবির এলাকায়ও পুলিশ মোতায়েন করা হয়েছে।
সূত্র: আল জাজিরা
বিদেশ বার্তা/ এএএ
আপনার মূল্যবান মতামত দিন: