
আন্তর্জাতিক ডেস্ক: পশ্চিমা গণমাধ্যমের খবর মতে শুক্রবার ইরানের ইসফাহান শহরে ড্রোন হামলা চালিয়েছে ইসরায়েল। ইরানও একই শহরে তিনটি ড্রোন ধ্বংস করার কথা জানিয়েছে। তবে তেহরানের কর্তারা আরো দাবি করেছে, বাইরের দেশ থেকে ইরানে কোনো ক্ষেপণাস্ত্র হামলা হয়নি।
সেই হামলার বিষয়ে মুখ খুলেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আমির-আব্দুল্লাহিয়ান। এনবিসি নিউজকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন, ইরানের এসব ড্রোন বাচ্চাদের খেলনার মতো।
আমির-আব্দুল্লাহিয়ান বলেন, ‘গত (শুক্রবার) রাতে যা ঘটেছে তা মোটেও হামলা নয়।’ তার মতে, ইসরায়েল তাদের স্বার্থে কোনো রকম আঘাত করেনি, তাই ইরানও কোনো নতুন প্রতিক্রিয়া দেখাবে না।
তবে ভবিষ্যতে কোনো ধরনের হামলা হলে তার তাৎক্ষণিক জবাব দেয়া হবে বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী।
ইসরায়েলে ট্রু প্রমিজ নামে চালানো হামলা কেবল সতর্কতামূলক ছিলো বলেই দাবি করেন আমির-আব্দুল্লাহিয়ান। তারা দাবি করেছেন, হাইফা ও তেলআবিবে হামলা চালানোর সক্ষমতা ইরানের আছে।
আপনার মূল্যবান মতামত দিন: