
আন্তর্জাতিক ডেস্ক: ফিলিস্তিনি জনগণের ওপর হামলা বন্ধের আহ্বান জানালেন সৌদি আরবের বাদশাহ সালমান।
মঙ্গলবার পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেওয়া ভাষণে তিনি এই আহ্বান জানান।
এ সময় সৌদি আরবের বাদশাহ দুর্ভোগ অবসানে ফিলিস্তিনে নিরাপদ ত্রাণ করিডরের ব্যবস্থা করার আহ্বান জানান। ফিলিস্তিনিদের একটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা এবং নিরাপদে বসবাসসহ সব ধরনের বৈধ অধিকার নিশ্চিত করারও আহ্বান জানান।
এ সময় বাদশাহ সালমান সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন। রাজ্যের নিরাপত্তা ও স্থিতিশীলতা রক্ষায় আল্লাহর কাছে প্রার্থনা করেন। বাদশাহর পক্ষে সৌদির সম্প্রচারমন্ত্রী সালমান আল-দোসারি ভাষণটি পৌঁছে দেন।
আপনার মূল্যবান মতামত দিন: