ঢাকা | রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

সৌদি আরবে এক বাংলাদেশি হত্যার দায়ে ৫ পাকিস্তানির মৃত্যুদণ্ড কার্যকর

মো: মনিরুল ইসলাম | প্রকাশিত: ৭ মার্চ ২০২৪ ১৩:১২

মো: মনিরুল ইসলাম
প্রকাশিত: ৭ মার্চ ২০২৪ ১৩:১২

ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরবে এক প্রবাসী বাংলাদেশি নাগরিককে হত্যার দায়ে পাকিস্তানের পাঁচ প্রবাসী নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। স্থানীয় সময় গত মঙ্গলবার (৫ মার্চ) সৌদি আরবের মক্কা নগরীতে আসামিদের দণ্ড কার্যকর করা হয়। গতকাল বুধবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে গালফ নিউজ।

সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে গণমাধ্যমটি জানিয়েছে, মৃত্যুদণ্ডপ্রাপ্তরা একটি বেসরকারি প্রতিষ্ঠানে হামলা চালিয়ে দুই নিরাপত্তারক্ষীকে হাত-পা বেঁধে বেধড়ক পিটিয়েছিল।

তাদের মধ্যে একজন প্রবাসী বাংলাদেশি ছিলেন। গুরুতর আহত ওই বাংলাদেশির চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়। তবে নিহত ওই বাংলাদেশি ও অভিযুক্ত পাঁচ পাকিস্তানির নাম-পরিচয় প্রকাশ করা হয়নি এবং হত্যাকাণ্ডের মোটিভও জানানো হয়নি।

এ ঘটনা তদন্তের পর ওই অভিযুক্ত পাঁচজনকে বিচারিক আদালতে পাঠানো হয়, যেখানে তারা দোষী সাব্যস্ত হন এবং তাদের মৃত্যুদণ্ড দেয়া হয়।

পরবর্তীতে আসামিদের আবেদন সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টে খারিজ হয়ে যায়। পরে রাজকীয় অধ্যাদেশে তাদের মৃত্যুদণ্ড কার্যকরের চূড়ান্ত নির্দেশ দেয়া হয়। পরে গত ৫ মার্চ তা কার্যকর করা হয়।



আপনার মূল্যবান মতামত দিন: