
আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ লেবাননে ইসরায়েলের বিমান হামলায় চার শিশুসহ ৯ বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। এই ঘটনায় হিজবুল্লাহর অন্যতম শীর্ষ নেতা হাশেম সাফিদিন কড়া হুঁশিয়ারি দিয়েছেন। তিনি জানিয়েছেন, লেবাননের প্রতিরোধ যোদ্ধারা এর কড়া জবাব দেবে।
হাশেম বলেছেন, ‘দক্ষিণ লেবাননে আগ্রাসনে বেশ কয়েজন শহিদ হয়েছে। এটা নিরুত্তর ছেড়ে দেয়া হবে না। তাদেরকে অবশ্যই উপযুক্ত জবাব দেওয়া হবে।’
ইসরায়েলের দাবি, সাফেদ শহরে হিজবুল্লাহর চালানো রকেট হামলার পাল্টা ব্যবস্থা হিসেবেই এই হামলা চালানো হয়েছে। হিজবুল্লাহর ওই হামলায় এক ইসরায়েলি সেনা নিহত হয়। আহত হয়েছে আরো অন্তত ৮ জন।
গত বছরের ৭ অক্টোবর থেকে গাজায় আগ্রাসন শুরু করে ইসরায়েলি বাহিনী। চার মাসেরও বেশি ধরে চলমান ওই নৃশংস আগ্রাসনে রিপোর্ট লেখা পর্যন্ত গাজায় নিহত হয়েছে ২৮,৫৭৬ ফিলিস্তিনি। আহত হয়েছে আরো ৬৮,২৯১ জন। সূত্র: প্রেস টিভি।
আপনার মূল্যবান মতামত দিন: