ঢাকা | শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

মিয়ানমারের বিজিপিসহ ৩৩০ নাগরিককে হস্তান্তর করা হবে বৃহস্পতিবার 

মো: মনিরুল ইসলাম | প্রকাশিত: ১৪ ফেব্রুয়ারি ২০২৪ ১৫:৩৩

মো: মনিরুল ইসলাম
প্রকাশিত: ১৪ ফেব্রুয়ারি ২০২৪ ১৫:৩৩

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক: বিদ্রোহীদের আক্রমণের মুখে মিয়ানমার থেকে বাংলাদেশে পালিয়ে আসা দেশটির সীমান্তরক্ষী বাহিনী বিজিপিসহ ৩৩০ জন নাগরিককে বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) ফেরত পাঠানো হচ্ছে

বুধবার বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

বৃহস্পতিবার সকালে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সার্বিক তত্ত্বাবধানে কক্সবাজারের ইনানীতে নৌবাহিনীর জেটিঘাটে আশ্রয় গ্রহণকারীদের মিয়ানমার কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে।

মিয়ানমারের সামরিক জান্তার সঙ্গে বিদ্রোহীদের গ্রুপগুলোর সংঘর্ষে বাংলাদেশ সীমান্তে উত্তেজনা তৈরি হয়েছে।

বিদ্রোহীদের আক্রমণে টিকতে না পেরে বাংলাদেশে এসে আশ্রয় নেয় মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী বিজিপি, সেনাসহ বিভিন্ন সংস্থা ও দপ্তরের সদস্যরা।

এর আগে, গতকাল মঙ্গলবার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছিলেন, মিয়ানমারের সেনাদের ফেরত পাঠানো হবে ১৫ ফেব্রুয়ারি।



আপনার মূল্যবান মতামত দিন: