ঢাকা | রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

রাশিয়ার ৪ ক্রুজ মিসাইল ভূপাতিত করল ইউক্রেন

আল আমিন | প্রকাশিত: ১৭ এপ্রিল ২০২২ ০৪:২৪

আল আমিন
প্রকাশিত: ১৭ এপ্রিল ২০২২ ০৪:২৪

ফাইল ছবি

আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার নিক্ষেপ করা চারটি ক্রুজ মিসাইল ভূপাতিত করার দাবি করেছে ইউক্রেন। দেশটির লেভিভ অঞ্চলের আঞ্চলিক সামরিক প্রশাসন শনিবার এই দাবি করেছে। খবর সিএনএনের।

এক বিবৃতিতে আঞ্চলিক সামরিক গভর্নর ম্যাক্সিম কজিতস্কি বলেন, শনিবার সকালে এসইউ-৩৫ যুদ্ধবিমান থেকে লেভিভ অঞ্চল লক্ষ্য করে ক্রুজ মিসাইল নিক্ষেপ করা হয়। ইউক্রেনের অ্যান্টি এয়ারক্রাফট মিসাইল ফোর্স চারটি ক্রুজ মিসাইল ধ্বংস করেছে।

ইউক্রেনের এই কর্মকর্তা দাবি করেন, যে যুদ্ধবিমান থেকে রাশিয়া মিসাইল নিক্ষেপ করেছে তা বেলারুশেরর বারানোভি বিমানঘাঁটি থেকে উড্ডয়ন করে। গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে হামলা শুরু করে রাশিয়া। ইউক্রেনে আক্রমণ করতে শুরু থেকে বেলারুশের ভূমি ব্যবহার করছে রাশিয়া।

উল্লেখ্য, গত ২১ ফেব্রুয়ারি ইউক্রেনের পূর্বাঞ্চলীয় ডোনেটস্ক ও লুহানস্ক অঞ্চলকে আলাদা স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতির পর অঞ্চল দুটিকে বেসামরিকীকরণের লক্ষ্যে গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরু করে রাশিয়া। বিগত প্রায় ৫০ দিনে ইউক্রেনের বেশ কয়েকটি নগরী দখলে নিয়েছে রুশ বাহিনী। এরি মধ্যে ইউক্রেনের প্রসিকিউটর জেনারেলের অফিস জানিয়েছে, রুশ হামলায় এখন পর্যন্ত অনেক ইউক্রেনীয় নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে অনেকে।

রাশিয়ার সেনা অভিযানে ইউক্রেনে এ পর্যন্ত ১৮৬ শিশু নিহত হয়েছে, আহত হয়েছে ৩৪৪ শিশু।

এদিকে রাশিয়ার সেনা অভিযানের পর থেকে এখন পর্যন্ত ইউক্রেনের একশ’টির মতো সাংস্কৃতিক ও ধর্মীয় ঐতিহাসিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে।

বিদেশ বার্তা/ এএএ



আপনার মূল্যবান মতামত দিন: