ঢাকা | রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

আফগান সীমান্তে উগ্রবাদীদের হামলায় পাকিস্তানের ৭ সেনা নিহত

আল আমিন | প্রকাশিত: ১৭ এপ্রিল ২০২২ ০৩:৩৭

আল আমিন
প্রকাশিত: ১৭ এপ্রিল ২০২২ ০৩:৩৭

ফাইল ছবি

আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তান সীমান্তে সন্দেহভাজন উগ্রবাদীদের অতর্কিত হামলায় পাকিস্তানের অন্তত সাত সেনা সদস্য নিহত হয়েছে। শুক্রবার এক বিবৃতিতে বিষয়টি জানিয়েছে পাকিস্তান সেনাবাহিনী। খবর এপি ও আল-জাজিরার।

শুক্রবার এক বিবৃতিতে বলা হয়েছে, তেহরিক-ই-তালেবান পাকিস্তানের (টিটিপি) শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত আফগান সীমান্তের কাছের এক এলাকায় পাকিস্তানের একটি সেনাবহরে চোরাগোপ্তা হামলা হয়েছে। এসময় গুলিবিনিময়ে সাত সেনা ও ওই সশস্ত্র বাহিনীর চারজন সদস্য নিহত হন।

বিবৃতিতে বলা হয়, গত বৃহস্পতিবার দেশটির খাইবার পাখতুনখাওয়া প্রদেশের নর্থ ওয়াজিরিস্তান জেলার ইশাম এলাকায় চোরাগোপ্তা এ হামলার ঘটনা ঘটে।

নিহত সৈনিকদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বলেছেন, সন্ত্রাসের বিরুদ্ধে পাকিস্তানের যুদ্ধ অব্যাহত থাকবে।

তাৎক্ষণিকভাবে এই হামলার দায় কোনো সশস্ত্র গোষ্ঠীর পক্ষ থেকে স্বীকার করা হয়নি।

বিদেশ বার্তা/ এএএ



আপনার মূল্যবান মতামত দিন: