ঢাকা | শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

আমি প্রেসিডেন্ট থাকলে এই হামলা হতো না: ট্রাম্প

মো: মনিরুল ইসলাম | প্রকাশিত: ২৯ জানুয়ারী ২০২৪ ০৭:৪৮

মো: মনিরুল ইসলাম
প্রকাশিত: ২৯ জানুয়ারী ২০২৪ ০৭:৪৮

ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক : জর্ডানে সেনা ঘাঁটিতে ড্রোন হামলার ঘটনায় তিন মার্কিন সেনা নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো ২৫ জন। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এই হামলার কড়া জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন।

তবে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ও রিপাবলিকান নেতা ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন তিনি প্রেসিডেন্ট থাকলে এই হামলার ঘটনাই ঘটতো না।

তার মতে জো বাইডেনের দুর্বলতা ও আত্মসমর্পণমুখী মনোভাবের কারণেই মার্কিন সেনাদের ওপর এমন হামলার ঘটনা ঘটছে।

অন্যদিকে মার্কিন বিদেশ বিষয়ক প্যানেলের চেয়ারম্যান মাইকেল ম্যাককল বলেছেন, যুক্তরাষ্ট্রকে মধ্যপ্রাচ্যের নীতিতে অবশ্যই পরিবর্তন আনতে হবে।

হামাস-ইসরায়েল সংঘাতের পর প্রথমবারের মতো মধ্যপ্রাচ্যে কোনো হামলায় মার্কিন সেনা হতাহত হওয়ার ঘটনা ঘটলো। এর আগে ইরাক সিরিয়ায় শতাধিক বার মার্কিন ঘাঁটি লক্ষ্য করে হামলা হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি।



আপনার মূল্যবান মতামত দিন: