ঢাকা | রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

ইন্দোনেশিয়ার মধ্যাঞ্চলে শক্তিশালী ভূমিকম্পের আঘাত

মো: মনিরুল ইসলাম | প্রকাশিত: ১৯ জানুয়ারী ২০২৪ ১০:২৫

মো: মনিরুল ইসলাম
প্রকাশিত: ১৯ জানুয়ারী ২০২৪ ১০:২৫

ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক : মধ্য ইন্দোনেশিয়ার সেন্ট্রাল সুলাওয়েসি প্রদেশে ৫.৪ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। দেশটির আবহাওয়া, জলবায়ু ও ভূ-তত্ববিষয়ক সংস্থা (বিএমকেজি) জানিয়েছে, স্থানীয় সময় শুক্রবার (১৯ জানুয়ারি) মধ্যরাত সাড়ে ১২টায় ভূমিকম্পে কেঁপে ওঠে। ভূমিকম্পের কেন্দ্র ছিল টোজো উনা-উনা রিজেন্সির ৯ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে।

ভূমিকম্পের তীব্রতা তিন থেকে চার এমএমআই (মডিফাইড মার্কালি ইনটেনসিটি) মাত্রায় ছিল। এটি টোজো উনা-উনা এবং পোসোতে সবচেয়ে তীব্র অনুভূত হয়। কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি কারণ কম্পনের ফলে বিশাল ঢেউ সৃষ্টি হয়নি।

ইন্দোনেশিয়া প্রশান্ত মহাসাগরীয় রিং অফ ফায়ার নামক একটি ঝুঁকিপূর্ণ ভূমিকম্পপ্রবণ এলাকায় অবস্থানের জন্য ভূমিকম্পের ঝুঁকিতে রয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন: