ঢাকা | রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

থাইল্যান্ডে আতশবাজির কারখানায় বিস্ফোরণ, নিহত ২০

মো: মনিরুল ইসলাম | প্রকাশিত: ১৮ জানুয়ারী ২০২৪ ১০:১০

মো: মনিরুল ইসলাম
প্রকাশিত: ১৮ জানুয়ারী ২০২৪ ১০:১০

ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক : থাইল্যান্ডে আতশবাজির একটি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে অন্তত ২০ জন নিহত হয়েছে। দগ্ধ হয়েছেন অনেকে। এখন পর্যন্ত খোঁজ পাওয়া যায়নি আরো তিনজনার। খবর এএফপির।

বুধবার (১৭ জানুয়ারি) বিকালের দিকে রাজধানী ব্যাংকক থেকে ১২০ কিলোমিটার দূরে সুফান বুরি প্রদেশে এ ঘটনা ঘটে।

ঘটনাস্থল পরিদর্শন করেছেন করেছেন পুলিশ কর্মকর্তারা। সেখানের কাউকে জীবিত উদ্ধার করা যায়নি বলে জানান তারা। তবে দুর্ঘটনার কারণ সম্পর্কে এখনও কিছু জানাতে পারেনি পুলিশ।

প্রসঙ্গত, ফেব্রুয়ারিতে উদযাপিত হবে চান্দ্র নববর্ষ। এর আগে, দেশটিতে আতশবাজির ব্যাপক চাহিদা থাকে। তাই, অবৈধভাবেও গড়ে উঠে বহু কারখানা। তবে বিস্ফোরিত এই কারখানাটির বৈধতা আছে কিনা তা যাচাই করে দেখছে তদন্ত কমিশন।

প্রাদেশিক গভর্নর নাত্তাপাত সুবানপ্রতীপ বলেছেন, সব শ্রমিক নিহত হয়েছেন কিনা আমরা বলতে পারছি না। কর্মকর্তারা তদন্তের জন্য বিস্ফোরণস্থলে প্রবেশ করছে। তারা জীবিত কাউকে পাননি।

উল্লেখ্য, গত বছরের জুলাইয়ে থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলে একটি আতশবাজির কারখানায় একই ধরনের দুর্ঘটনা ঘটে। ওই ঘটনায় ১০ জন প্রাণ হারান।



আপনার মূল্যবান মতামত দিন: