
আন্তর্জাতিক ডেস্ক : গত বছরের ৭ অক্টোবর থেকে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় নির্বিচারে আগ্রাসন চালিয়ে যাচ্ছে ইহুদিবাদী ইসরায়েল। এই সময়ে সেখানে প্রায় ২৪,০০০ ফিলিস্তিনি প্রাণ হারিয়েছে। আহত হয়েছে ৬০,০০০।
দীর্ঘ এই ১০০ দিনের যুদ্ধে গাজা ভূখণ্ডে প্রায় ১,০০০ হাজার ইসরায়েলি সামরিক যান ধ্বংস কিংবা বিকল করা হয়েছে বলে দাবি করেছে ফিলিস্তিন প্রতিরোধ গোষ্ঠী হামাস।
হামাসের সামরিক শাখা কাসাম ব্রিগেডস রবিবার এক বিবৃতিতে এই দাবি করে।
কাসাম ব্রিগেডসের মুখপাত্র আবু ওবায়দা বলেন, হামাসের ব্রিগেডগুলো গত ১০০ দিনে ‘শত শত সফল সামরিক অভিযান’ পরিচালনা করেছে।
তিনি আরো বলেন, দখলদার বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ ‘দিনের পর দিন’ প্রসারিত হচ্ছে। ফলে শত্রু ইসরায়েল ও তার মিত্ররা জ্বলেপুড়ে যাচ্ছে।
আবু ওবায়দা গাজায় সামরিক আগ্রাসনে কথিত অর্জনের বিষয়ে ইসরায়েল সরকারের দাবিকেও হ্যাসকর বলে মন্তব্য করেন।
তিনি বলেন, ইসরায়েল হামাসের অস্ত্রের ডিপো, রেডি-টু-লঞ্চ মিসাইল প্ল্যাটফর্ম এবং বেশ কয়েক কিলোমিটার টানেল নিয়ন্ত্রণ বা ধ্বংস করার বিষয়ে যে কথিত অর্জনের ঘোষণা করেছে তা হাস্যকর...এবং সেই দিন আসবে যখন আমরা প্রমাণ করব যে, এই দাবিগুলো মিথ্যা। সূত্র: প্রেসটিভি।
আপনার মূল্যবান মতামত দিন: