ঢাকা | রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

মিজোরাম পালিয়ে গেছেন মিয়ানমারের ১৫১ সেনা

মো: মনিরুল ইসলাম | প্রকাশিত: ৩১ ডিসেম্বর ২০২৩ ০৯:২১

মো: মনিরুল ইসলাম
প্রকাশিত: ৩১ ডিসেম্বর ২০২৩ ০৯:২১

ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক : আসাম রাইফেলসের এক কর্মকর্তা শনিবার জানিয়েছেন, মিয়ানমারের অন্তত ১৫১ জন সৈন্য মিজোরামের লংতলাই জেলায় পালিয়ে গেছেন।

ওই কর্মকর্তা বলেন, আন্তর্জাতিক সীমান্তের কাছে মিয়ানমারের সেনা চৌকি আরাকান আর্মির যোদ্ধাদের দখলে যাওয়ার পর শুক্রবার লংটলাই জেলার তুইসেনতলাংয়ে পালিয়ে যায় মিয়ানমারের সেনারা। তারা আসাম রাইফেলসের কাছে অস্ত্র নিয়ে সাহায্যের জন্য অগ্রসর হয়।

ওই কর্মকর্তা বলেন, গত কয়েকদিন ধরে ভারতীয় সীমান্তের নিকটবর্তী এলাকায় মিয়ানমার সেনাবাহিনী ও আরাকান আর্মির যোদ্ধাদের মধ্যে তীব্র লড়াই চলছে।

আসাম রাইফেলসের কর্মকর্তা বলেন, শুক্রবার মিজোরামে প্রবেশ করা মিয়ানমারের সেনাবাহিনীর কয়েকজন সদস্য গুরুতর আহত অবস্থায় ছিলেন। আসাম রাইফেলস তাদের প্রাথমিক চিকিৎসা সেবা দিয়েছে।

তিনি বলেন, মিয়ানমার সেনাবাহিনীর সৈন্যরা এখন মিয়ানমার সীমান্তের কাছে লংটলাই জেলার পারভায় আসাম রাইফেলসের নিরাপদ হেফাজতে রয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় ও মিয়ানমারের সামরিক সরকারের মধ্যে আলোচনা চলছে।

কয়েকদিনের মধ্যেই মিয়ানমারের সৈন্যদের তাদের দেশে ফেরত পাঠানো হবে বলেও মন্তব্য করেন তিনি।



আপনার মূল্যবান মতামত দিন: