ঢাকা | বৃহঃস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫, ৩ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

বৈশ্বিক অশান্তির জন্য পশ্চিমারা দায়ী: রাশিয়া

মো: মনিরুল ইসলাম | প্রকাশিত: ২৯ ডিসেম্বর ২০২৩ ০৯:২৯

মো: মনিরুল ইসলাম
প্রকাশিত: ২৯ ডিসেম্বর ২০২৩ ০৯:২৯

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক : বিশ্বকে অশান্তির দিকে ঠেলে দেওয়ার জন্য পশ্চিমা দেশগুলোই মূলত দায়ী বলে মন্তব্য করেছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ।

বৃহস্পতিবার রাশিয়ার রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা তাস নিউজ এজেন্সিকে দেওয়া এক সাক্ষাৎকারে এই মন্তব্য করেছেন তিনি।

ল্যাভরভ সতর্ক করে দিয়ে বলেছেন, বিশ্বজুড়ে কেউই ২০২৪ সালে পশ্চিমা ষড়যন্ত্র থেকে রক্ষা পাওয়ার বিষয়ে নিশ্চিত হতে পারে না।

তিনি বলেন, বিশ্বে অস্থিতিশীলতা অব্যাহত রয়েছে এবং এর একটি কারণ হল, পশ্চিমের শাসক চক্র তাদের সীমানা থেকে হাজার হাজার কিলোমিটার দূরে সংকটকে উস্কে দিচ্ছে; যাতে অন্য দেশের জনগণের অর্থে তাদের নিজেদের সমস্যার সমাধান করা যায়।

ল্যাভরভ আরো বলেন, 'এটা বলা যেতে পারে, যে পরিস্থিতিতে পশ্চিমারা আধিপত্যকে আঁকড়ে ধরে আছে তা থেকে সরে যাচ্ছে, তাদের ভূ-রাজনৈতিক ষড়যন্ত্রের বিরুদ্ধে কেউ রক্ষা পাবেন না। এই বিষয়ে ক্রমবর্ধমান বোঝাপড়া রয়েছে।'

তাসকে দেওয়া সাক্ষাৎকারে মধ্যপ্রাচ্যের সংঘাত প্রশমনের আহ্বান জানিয়েছেন ল্যাভরভ। একই সঙ্গে ওই অঞ্চলে সন্ত্রাসী কর্মকাণ্ড এবং ফিলিস্তিনিদেরকে ইসরায়েলের সম্মিলিত শাস্তি দেওয়ার নীতিকে ‘অগ্রহণযোগ্য’ উল্লেখ করে এর নিন্দা জানিয়েছেন রাশিয়ার এই পররাষ্ট্রমন্ত্রী।



আপনার মূল্যবান মতামত দিন: