ঢাকা | রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

গাজায় ৪০ জিম্মির বিনিময়ে ১৪ দিনের যুদ্ধবিরতির প্রস্তাব

মো: মনিরুল ইসলাম | প্রকাশিত: ২৫ ডিসেম্বর ২০২৩ ০৯:৩০

মো: মনিরুল ইসলাম
প্রকাশিত: ২৫ ডিসেম্বর ২০২৩ ০৯:৩০

ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক : এবার ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের হাতে আটক ৪০ জিম্মির বিনিময়ে ১৪ দিনের যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছে মধ্যস্থতাকারী প্রতিবেশী দেশ মিশর।

প্রস্তাবিত চুক্তি অনুযায়ী, এই সময়ে গাজায় সব ধরনের হামলা ও নজরদারি বন্ধ রাখবে দখলদার ইসরায়েল। এছাড়া তারা ১২০ ফিলিস্তিনি বন্দিকে তাদের কারাগার থেকে মুক্তি দেবে।

ইসরায়েলি সংবাদমাধ্যম জেরুজালেম পোস্ট জানিয়েছে, এটি পূর্ণ যুদ্ধবিরতির জন্য মিশরের ‘তিন ধাপের’ পরিকল্পনার অংশ।

গাজা যুদ্ধবিরতি নিয়ে মিশরের তিন ধাপের পরিকল্পনা

১৪ দিনের যুদ্ধবিরতি ও ৪০ জিম্মিকে মুক্তি দেওয়ার মাধ্যমে শেষ হবে প্রথম ধাপ।

দ্বিতীয় ধাপটি হল আলোচনার। এই ধাপে ফিলিস্তিনি অথরিটি (পিএ) এর সঙ্গে গাজায় একটি জরুরি নিরাপত্তা সরকারের ব্যাপারে আলোচনা করা হবে। এই সরকারে হামাসসহ গাজার সব গোষ্ঠী থাকবে।

আর তৃতীয় ধাপে রাখা হয়েছে দীর্ঘকালীন যুদ্ধবিরতির প্রস্তাব। এই ধাপে আরো জিম্মিকে মুক্তি দেওয়া হবে এবং গাজা উপত্যকা থেকে ইসরায়েলের সব সেনাকে প্রত্যাহার করার কথা বলা হয়েছে। সূত্র: জেরুজালেম পোস্ট।



আপনার মূল্যবান মতামত দিন: