ঢাকা | রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

দক্ষিণ আফ্রিকায় বন্যা:  মৃতের সংখ্যা বেড়ে ৩০৬

আল আমিন | প্রকাশিত: ১৫ এপ্রিল ২০২২ ০৩:৩০

আল আমিন
প্রকাশিত: ১৫ এপ্রিল ২০২২ ০৩:৩০

ফাইল ছবি

আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ আফ্রিকার পূর্ব উপকূল প্রদেশ কোয়াজুলু-নাতালে ভারি বৃষ্টিপাতে দেখা দেওয়া বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ৩০৬ জনে দাঁড়িয়েছে।

বুধবার এক বিবৃতিতে, প্রাদেশিক সরকার এই মৃতের সংখ্যা নিশ্চিত করেছে। এতে বলা হয়েছে, মৃত্যু আরও বাড়তে পারে।

সোমবার রাতে শুরু হওয়া বৃষ্টি জনবসতি প্লাবিত করেছে, বাড়িঘর ধ্বংস করেছে, রাস্তা ভেসে গেছে এবং বহু মানুষ বাস্তুচ্যুত হয়েছে।

দক্ষিণ আফ্রিকার কর্তৃপক্ষ জানিয়েছে, বৃষ্টিপাতের মাত্রা গত ৬০ বছরেরও বেশি সময়ের মধ্যে নজিরহীন। এতে বেশ কয়েকটি সেতু ভেঙে পড়েছে, সেইসঙ্গে অন্তত ২৪৮টি বিদ্যালয়ের ক্ষতি হয়েছে।

মঙ্গলবারের ওই ধ্বংসযজ্ঞের পর বুধবার দেশটির প্রেসিডেন্ট সিরিল রামাফোসা কোয়াজুলু-নাটাল প্রদেশের ক্ষতিগ্রস্ত এলাকাগুলো পরিদর্শন করেছেন। তিনি প্রিয়জন হারানো অনেক পরিবারের সঙ্গে দেখা করে তাদের সান্ত্বনা ও সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছেন।

দেশটির প্রেসিডেন্ট বলেন, “আপনারা একা নন, আমরা আপনাদের পাশে আছি। আমাদের পক্ষে যা যা করা সম্ভব সব করবো আমরা,” শোকগ্রস্ত পরিবারগুলোকে সান্ত্বনা দিয়ে বলেন তিনি।

সূত্র : আল-জাজিরা

বিদেশ বার্তা/ এএএ



আপনার মূল্যবান মতামত দিন: