ঢাকা | রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

নিকারাগুয়ায় বাস উল্টে নিহত ১৯

মো: মনিরুল ইসলাম | প্রকাশিত: ২৪ ডিসেম্বর ২০২৩ ১২:৪১

মো: মনিরুল ইসলাম
প্রকাশিত: ২৪ ডিসেম্বর ২০২৩ ১২:৪১

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক : মধ্য আমেরিকার দেশ নিকারাগুয়ায় বাস উল্টে অন্তত ১৯ জন নিহত হয়েছে। এতে আহত হয়েছে ২৫ জন। নিহতদের মধ্যে বেশ কয়েকজন শিশুও রয়েছে। আহতদের কয়েকজনের অবস্থা গুরুতর।

রবিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা এএফপি এবং সংবাদমাধ্যম ডয়চে ভেলে।

প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার নিকারাগুয়ার রাজধানী মানাগুয়ার উত্তরে অবস্থিত একটি শহরে প্রায় ৭০ জনকে বহনকারী একটি বাস দুর্ঘটনার শিকার হওয়ার পর অন্তত ১৯ জন নিহত হয়েছে।

মধ্য নিকারাগুয়ার র‍্যাঞ্চো গ্রান্ডেতে ঘটে যাওয়া এই দুর্ঘটনায় ২৫ জনেরও বেশি আহত হয়েছেন এবং তাদের মধ্যে কয়েকজন গুরুতর আহত বলে ভাইস প্রেসিডেন্ট রোজারিও মুরিলো রাষ্ট্রীয় টেলিভিশনকে বলেছেন।



আপনার মূল্যবান মতামত দিন: