ঢাকা | রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

পাকিস্তানের জন্য বড় চমক নিয়ে আসছে ইমরান খান

আল আমিন | প্রকাশিত: ১৫ এপ্রিল ২০২২ ০৩:১০

আল আমিন
প্রকাশিত: ১৫ এপ্রিল ২০২২ ০৩:১০

ফাইল ছবি

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের সদ্য সাবেক প্রধানমন্ত্রী পিটিআই দলের প্রধাণ ইমরান খান আগামী ২১ এপ্রিল জনগণের জন্য আরও বড় চমক নিয়ে হাজির হবেন। পিটিআইয়ের ফারুখ হাবিব নামে একজন সিনিয়র নেতা এ তথ্য জানিয়েছেন ।

ফারুখ হাবিব জানান, ২১ এপ্রিল লাহোরে জনসভা করবেন ইমরান। সেদিন লাহোরের মিনার-ই-পাকিস্তানে জনগণের উদ্দেশে বড় ঘোষণা দেবেন সাবেক প্রধানমন্ত্রী।

হাবিব বলেন, এই ঘোষণাটি ইমরান খানের আগের সকল চমকের চেয়েও বড় চমক হবে। ইতিমধ্যেই তারা তাদের বিভিন্ন কার্যক্রম শুরু করেছেন। তারা বিভিন্ন জায়গায় জনসভা করবেন। নারী, আইনজীবী ও মানবাধিকার কর্মীদের নিয়ে আলাদা সভা করবেন। ১৬ তারিখে করাচিতে, এরপর ২১ তারিখে লাহোরে এবং ২৩ তারিখে আরেকটি শহরে জনসভা করবেন ইমরান খান।

ফারুখ হাবিব আরও বলেন, আমরা শাহবাজ শরীফকে স্পষ্ট বার্তা দিতে চাই। পাকিস্তানে কোনো আমদানিকৃত সরকার চলবে না। আমরা সরকারকে তাদের কার্যক্রম চালাতে দেবো না।

এদিকে সোমবার পাকিস্তানের জাতীয় পরিষদ থেকে পদত্যাগ করেন ইমরান খান। দুর্নীতিবাজ ও আমদানিকৃত সরকারের সঙ্গে একই পরিষদে বসতে পারবেন না এই কারণ দেখিয়ে পদত্যাগের ঘোষণা দেন তিনি।

সূত্র: পাকিস্তান টুডে

বিদেশ বার্তা/ এএএ



আপনার মূল্যবান মতামত দিন: