ঢাকা | রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

ইয়েমেনে হামলা চালালে যুক্তরাষ্ট্রকেও টার্গেট করা হবে: হুতি

মো: মনিরুল ইসলাম | প্রকাশিত: ২১ ডিসেম্বর ২০২৩ ১০:২১

মো: মনিরুল ইসলাম
প্রকাশিত: ২১ ডিসেম্বর ২০২৩ ১০:২১

ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক: মার্কিনিরা ইয়েমেনে হামলা চালালে লোহিত সাগরে হুতিদের হামলার লক্ষ্যবস্তু হবে যুক্তরাষ্ট্রের রণতরী।

বুধবার (২০ ডিসেম্বর) এ হুঁশিয়ারি দিয়েছেন গোষ্ঠীটির শীর্ষ নেতা আব্দেল মালেক আল হুতি। খবর রয়টার্সের।

হামলা ঠেকাতে অঞ্চলটিতে ওয়াশিংটনের নেতৃত্বে জোট গঠনের প্রতিক্রিয়ায় আসে এমন মন্তব্য। আল হুতি বলেন, এখন পর্যন্ত ইসরায়েলিদের লক্ষ্য করেই হামলা চালিয়েছি। ইসরায়েলি জাহাজকে সুরক্ষা দিতে আমেরিকানরা নতুন এক পদক্ষেপ নিয়েছে। এখন অন্যদেরও ইসরায়েলি জাহাজ রক্ষার কাজে সম্পৃক্ত করতে চাচ্ছে। কোনো আমেরিকান যদি ইয়েমেনে হামলা চালায়, হুতিও তাদের যুদ্ধজাহাজকে মিসাইল-ড্রোনের টার্গেট করবে বলে জানিয়েছে এই নেতা।

উল্লেখ্য, লোহিত সাগরে চলাচলকারী বাণিজ্যিক জাহাজে হামলা বাড়িয়েছে ইরান সমর্থিত ইয়েমেনের সশস্ত্রগোষ্ঠী হুতি বিদ্রোহীরা। বিভিন্ন ধরণের বাণিজ্যিক জাহাজে হামলার পাশাপাশি জব্দও করা হয়েছে একাধিক জাহাজ। হুতি জানিয়েছে, গাজায় ইসরাইলের নৃশংস হামলার প্রতিবাদে এই আক্রমণ চালানো হচ্ছে। তারই প্রতিক্রিয়ায় সোমবার (১৮ ডিসেম্বর) ১০ দেশের জোট গঠনের ঘোষণা দেয় যুক্তরাষ্ট্র।



আপনার মূল্যবান মতামত দিন: