ঢাকা | শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

চীনে শক্তিশালী ভূমিকম্পে নিহত ১১১

মো: মনিরুল ইসলাম | প্রকাশিত: ১৯ ডিসেম্বর ২০২৩ ০৮:৫৯

মো: মনিরুল ইসলাম
প্রকাশিত: ১৯ ডিসেম্বর ২০২৩ ০৮:৫৯

ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক : চীনের উত্তর-পশ্চিমাঞ্চলে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে অন্তত ১১১ জন নিহত হয়েছেন এবং দুই শতাধিক আহত হয়েছেন।

মঙ্গলবার (১৯ ডিসেম্বর) স্থানীয় সময় সকালে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম সিনহুয়া এই তথ্য নিশ্চিত করেছে। এর আগে, সোমবার দিবাগত রাতে ভূমিকম্পটি আঘাত হানে।

সিনহুয়া জানিয়েছে, দেশটির গানসু ও কিংহাই প্রদেশের সীমান্ত অঞ্চলে ভূমিকম্পটি আঘাত হেনেছে। এতে গুঁড়িয়ে গেছে বেশ কিছু ভবন। ঘটনার পর পরই উদ্ধার কার্যক্রম শুরু হয়েছে। ভূমিকম্পটির মাত্র ছিল ৬.২।

দ্য ইউরোপিয়ান ভূমধ্যসাগরীয় সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) জানিয়েছে, এটির উৎপত্তিস্থল গানসু প্রদেশের রাজধানী লানঝোর ১০২ কিলোমিটার পশ্চিম-দক্ষিণপশ্চিমে ভূ-পৃষ্ঠের ৩৫ কিলোমিটার গভীরে। খবর রয়টার্স।

তবে, যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস-এর তথ্যমতে, ভূমিকম্পটি ৫.৯ মাত্রার। যদিও শুরুতে ইউএসজিএস ৬ মাত্রার কথাবলেছিল।

 



আপনার মূল্যবান মতামত দিন: