ঢাকা | রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

গাজায় রাতভর বিমান হামলায় নিহত শতাধিক

মো: মনিরুল ইসলাম | প্রকাশিত: ১৮ ডিসেম্বর ২০২৩ ১২:৩৯

মো: মনিরুল ইসলাম
প্রকাশিত: ১৮ ডিসেম্বর ২০২৩ ১২:৩৯

ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক: অবরুদ্ধ গাজায় রাতভর বিমান হামলা চালিয়ে শতাধিক ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি সেনারা। এ নিয়ে গাজায় নিহতের সংখ্যা ১৯,০০০ কাছাকাছি। 

যুদ্ধ বিরতির জন্য আন্তর্জাতিক চাপ বাড়া সত্ত্বেও থামছে না ইসরায়েলি আগ্রাসন। প্রতিদিন বেসামরিকদের আশ্রয় নেয়া বিভিন্ন স্থাপনায় হামলা চালাচ্ছে নেতানিয়াহু বাহিনী।

উত্তরের জাবালিয়া শরণার্থী শিবিরে রাতভর বোমা বর্ষণ করে দখলদার ইসরায়েল। এতে নারী শিশুসহ কয়েকশ’ মানুষ হতাহত হয়েছে। এছাড়া ধ্বংসস্তূপের নিচে অনেকেই আটকা বলে জানায় ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়।

মধ্য গাজার দুটি শরণার্থী শিবির নুসিরাত এবং আল-বালাহতে হামলা চালিয়ে বেশ কিছু বেসামরিক ফিলিস্তিনিকে হত্যা করা হয়েছে। 

এর মধ্যে জাবালিয়া শরণার্থী শিবিরে ৯০, নুসিরাত শরণার্থী শিবিরে ১৫ এবং আল-বালাহ ক্যাম্পে ১২ জন নিহত হয়।

এদিকে, দক্ষিণের খান ইউনিসে হামাসের প্রতিরোধের মুখে পড়েছে ইসরায়েলের সেনারা। বিভিন্ন জায়গায় তীব্র লড়াইয়ের খবর পাওয়া গেছে।

এ অবস্থায় বন্দি বিনিময় এবং যুদ্ধবিরতির আলোচনা এগিয়ে নিতে নেতানিয়াহু সরকারের সবুজ সংকেত পাওয়ার কথা জানিয়েছে গোয়েন্দা সংস্থা মোসাদের প্রধান।

এদিকে, নিজ সেনাদের গুলিতে ৩ জিম্মির মৃত্যুর ঘটনায় ক্ষোভে ফুঁসছে গোটা ইসরায়েল। প্রধানমন্ত্রী নেতানিয়াহুর পদত্যাগের দাবি করে বিক্ষোভও হয়েছে দেশটিতে। তবে ইসরায়েলি সেনাদের দাবি, ভুলবশত তাদের ওপর গুলি চালানো হয়েছিল।



আপনার মূল্যবান মতামত দিন: