ঢাকা | রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

রাশিয়ার যুদ্ধ জাহাজে নেপচুন ক্ষেপণাস্ত্র হামলা চালাল ইউক্রেন

আল আমিন | প্রকাশিত: ১৫ এপ্রিল ২০২২ ০১:৩৪

আল আমিন
প্রকাশিত: ১৫ এপ্রিল ২০২২ ০১:৩৪

ফাইল ছবি

আন্তর্জাতিক ডেস্ক: কৃষ্ণ সাগরে রাশিয়ার যুদ্ধ জাহাজে ক্রুজ মিসাইল হামলা চালিয়েছে বলে খবর পাওয়া গেছে। ইউক্রেনের ওডেসার গভর্নর জানায়, বুধবার তাদের নেপচুন ক্ষেপণাস্ত্রের আঘাতে রাশিয়ার যুদ্ধ জাহাজটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

ইউক্রেনের প্রেসিডেন্টের উপদেষ্টা ওলেক্সি আরেস্তোভিচ জানান, রাশিয়ার উদ্ধারকারীরাও ওই জাহাজের কাছে পৌঁছাতে পারছে না। ওই জাহাজটির ভেতরে ৫০০ ক্রু মেম্বার ছিল বলেও দাবি করেছেন তিনি।

টেলিগ্রাম পোস্টে ওডেসা এলাকার মেয়র ম্যাক্সিম মারশেঙ্কো, ‘এটা নিশ্চিত ক্ষেপণাস্ত্রবাহী মস্কভা স্নেক আইল্যান্ডের বর্ডার গার্ড দ্বারা আক্রান্ত হয়েছে।’

তবে ইউক্রেনীয় হামলার কথা স্বীকার না করে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, জাহাজে থাকা গোলাবারুদ বিস্ফোরিত হওয়ার পর মস্কভা মিসাইল ক্রুজারে বিস্ফোরণের পর আগুন ধরে যায়।

সূত্র: বিবিসি, রয়টার্স


বিদেশ বার্তা/ এএএ



আপনার মূল্যবান মতামত দিন: