
আন্তর্জাতিক ডেস্ক : ফিলিস্তিনের গাজা উপত্যকায় যুদ্ধে বেসামরিক মানুষের জীবন বাঁচাতে ইসরায়েলকে ‘আরো সতর্ক’ হওয়ার আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।
গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, গাজার বেসামরিক নাগরিকদের সুরক্ষার জন্য ইসরায়েলকে আরো বেশি যত্নবান হওয়ার কথা বলেছেন বাইডেন। ফিলিস্তিনি এই ভূখণ্ডে ইসরায়েলি বাহিনীর স্থল যুদ্ধের মাত্রা কমিয়ে আনতে চায় যুক্তরাষ্ট্র, এমন রিপোর্টের মধ্যেই বৃহস্পতিবার এই মন্তব্য করলেন তিনি।
গাজায় ইসরায়েলের যুদ্ধ বন্ধ হোক এমনটা চান কি না; এমন প্রশ্নের জবাবে বাইডেন বলেন, 'আমি চাই কীভাবে বেসামরিক মানুষের জীবন বাঁচাতে পারে সেদিকে তারা মনোযোগী হোক।হামাসকে নির্মূলের কাজ বন্ধ করা যাবে না, তবে আরো সতর্ক হতে হবে।'
এদিকে গাজায় ইসরায়েলের চলমান যুদ্ধের টাইমলাইন সম্পর্কে বৃহস্পতিবার হোয়াইট হাউস মিশ্র বার্তা পাঠিয়েছে। ইসরায়েলের এক জ্যেষ্ঠ মন্ত্রী বলেন, যুদ্ধ আরো কয়েক মাস স্থায়ী হতে পারে।
হোয়াইট হাউসে ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের মুখপাত্র জন কিরবি সাংবাদিকদের বলেন, 'আমরা ইসরায়েলিদের নির্দেশ দিচ্ছি না যে, এই যুদ্ধ কতক্ষণ চলবে। এই হুমকি দূর করতে যতক্ষণ তারা মনে করে তাদের ততক্ষণ সময় নিতে পারে।' সূত্র: আনাদোলু এজেন্সি।
আপনার মূল্যবান মতামত দিন: