
আন্তর্জাতিক ডেস্ক: গত ২১ ফেব্রুয়ারি ইউক্রেনের পূর্বাঞ্চলীয় ডোনেটস্ক ও লুহানস্ক অঞ্চলকে আলাদা স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতির পর অঞ্চল দুটিকে বেসামরিকীকরণের লক্ষ্যে গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরু করে রাশিয়া। বিগত ৪৭ দিনে ইউক্রেনের বেশ কয়েকটি নগরী দখলে নিয়েছে রুশ বাহিনী। এরি মধ্যে ইউক্রেনের প্রসিকিউটর জেনারেলের অফিস জানিয়েছে, রুশ হামলায় এখন পর্যন্ত অনেক ইউক্রেনীয় নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে অনেকে।
রাশিয়ার সেনা অভিযানে ইউক্রেনে এ পর্যন্ত ১৮৬ শিশু নিহত হয়েছে, আহত হয়েছে ৩৪৪ শিশু। মঙ্গলবার ইউক্রেনের প্রধান কৌসুলির কার্যালয় এ তথ্য জানিয়েছেন তিনি
এদিকে রাশিয়ার সেনা অভিযানের পর থেকে এখন পর্যন্ত ইউক্রেনের একশ’টির মতো সাংস্কৃতিক ও ধর্মীয় ঐতিহাসিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে।
বুধবার এই তথ্য দিয়েছে জাতিসংঘের সংস্কৃতি ও শিক্ষা বিষয়ক সংস্থা ইউনেস্কো।
সংস্থাটির পরিচালক লাজার ইলোন্দো আসোম্বো বলেন, ‘ক্ষতিগ্রস্ত কিংবা পুরোপুরি ধ্বংস হয়ে যাওয়া স্থাপনার সংখ্যা বৃহস্পতিবার কিংবা শুক্রবারের মধ্যেই হয়তো ১০০ ছাড়াবে। আজ সকাল (বুধবার) পর্যন্ত আমরা আট অঞ্চলে ৯৮ ঐতিহাসিক স্থাপনার খবর পেয়েছি।’
তিনি আরও জানান, ক্ষতিগ্রস্ত স্থাপনার মধ্যে কিছু মধ্যযুগীয় কিছু আবার সোভিয়েভ স্থাপত্য নির্দশনের শুরুর দিককার। তিনি বলেন, ‘কিছু স্থাপনা ফের নির্মাণ করতে অনেক সময় লাগবে, কিছু হয়তো আর কখনোই পুননির্মাণ করা যাবে না।’
সূত্র: আল জাজিরা
বিদেশ বার্তা/ এএএ
আপনার মূল্যবান মতামত দিন: