ঢাকা | রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

গাজায় হামাস যোদ্ধাদের হাতে ১১ ইসরায়েলি সেনা নিহত

আল আমিন | প্রকাশিত: ১ নভেম্বর ২০২৩ ১২:১৪

আল আমিন
প্রকাশিত: ১ নভেম্বর ২০২৩ ১২:১৪

ফাইল ছবি

অনলাইন ডেস্ক: গাজায় স্থলঅভিযান গিয়ে সেখানকার স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস যোদ্ধাদের হাতে ১১ ইসরায়েলি সেনা নিহত হয়েছে। এছাড়া আরো দুই সেনা গুরুতর আহত হয়েছে।

বুধবার ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) এ তথ্য জানিয়েছে।  

আইডিএফ জানায়, মঙ্গলবার স্থলঅভিযানে মোট ১১ ইসরায়েলি সেনা নিহত হয়েছে।

ট্যাংক-বিধ্বংসী ক্ষেপণাস্ত্র হামলায় তারা নিহত হয়েছে।  

এর আগে গত ৭ অক্টোবর ইসরায়েলের অভ্যন্তরে হামাস যোদ্ধাদের নজিরবিহীন অভিযানে ৩৩৩ সেনা নিহত হয়েছিল বলে জানিয়েছিল ইসরায়েলি কর্তৃপক্ষ। এছাড়াও দেশটিতে দেড় হাজারের বেশি সাধারণ মানুষ নিহত হয় হামাস যোদ্ধাদের হাতে।

উল্লেখ্য, হামাসের নজিরবিহীন ওই অভিযানের ৭ অক্টোবর থেকেই গাজায় নির্বিচারে বোমা হামলা চালাচ্ছে ইসরায়েল।

এরপর সেখানে গত শুক্রবার থেকে স্থলঅভিযান শুরু করে ইসরায়েলি বাহিনী। এতে রিপোর্ট লেখা পর্যন্ত সাড়ে আট হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। এর অধিকাংশই নারী ও শিশু। সূত্র: আল জাজিরাহারেৎজটাইমস অব ইসরায়েল



আপনার মূল্যবান মতামত দিন: