
আন্তর্জাতিক ডেস্ক: ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় বোমা হামলা জোরদার করেছে ইসরায়েল। সেখানে ইসরায়েলের নৃশংস বোমা হামলায় ২৪ ঘণ্টায় ৪০০ ফিলিস্তিনি নিহত হয়েছে। আহত হয়েছে আরো বহুসংখ্যক মানুষ।
ফিলিস্তিনি বার্তাসংস্থার ‘ওয়াফা’-এর বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।
মধ্য গাজার আল-আকসা হাসপাতালের উদ্ধৃতি দিয়ে প্রতিবেদনে আরো বলা হয়, রাতভর ইসরায়েলি হামলায় হতাহতদের ৬৫ শতাংশই শিশু।
রিপোর্ট লেখা পর্যন্ত গত ৭ অক্টোবর থেকে ইসরায়েলি হামলায় চার হাজার ৬৫১ ফিলিস্তিনি নিহত হয়েছে। আহত হয়েছে ১৪,২৪৫ জন। সূত্র: আল জাজিরা, সিএনএন।
আপনার মূল্যবান মতামত দিন: