ঢাকা | রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

হামাসের নৃশংসতা জঙ্গি গোষ্ঠী আইএস-এর চেয়ে জঘন্য:বাইডেন

আল আমিন | প্রকাশিত: ১৮ অক্টোবর ২০২৩ ২১:২৪

আল আমিন
প্রকাশিত: ১৮ অক্টোবর ২০২৩ ২১:২৪

ফাইল ছবি

অনলাইন ডেস্ক: ভয়াবহ রূপ নিয়েছে ফিলিস্তিন ও ইসরায়েলের মধ্যকার যুদ্ধ। এরই মধ্যেই মঙ্গলবার ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার একটি হাসপাতালে ভয়াবহ হামলা চালায় ইসরায়েল। এতে অন্তত ৫০০ মানুষ নিহত হয়েছে। আহত হয়েছে আরো বহু সংখ্যক।

এছাড়াও বহু সংখ্যক মানুষ ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে।

এদিকে, গাজার আল আহলি নামের ওই হাসপাতালে হামলার ঘটনায় বিশ্বব্যাপী নিন্দার ঝড় বইছে।

এমতাবস্থায় বুধবার ইসরায়েল সফরে যান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। সেখানে গিয়ে তিনি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে বলেছেন, “আমি আজ এখানে এসেছি একটি সাধারণ কারণে।

সেটি হচ্ছে- আমি চাই ইসরায়েলের মানুষ এবং গোটা বিশ্বের মানুষ জানুক মার্কিন যুক্তরাষ্ট্রের অবস্থান কী। ”

“আমি ব্যক্তিগতভাবে এখানে এসে বিষয়টি পরিষ্কার করতে চেয়েছিলাম,” যোগ করেন বাইডেন।

এ সময় ফিলিস্তিনের প্রতিরোধ গোষ্ঠী হামাস গত ৭ অক্টোবর ইসরায়েলে যে হামলা চালায় তার নিন্দা জানান বাইডেন।   তিনি বলেন, এই গোষ্ঠী যে নৃশংসতা দেখিয়েছে তা জঙ্গি গোষ্ঠী আইএস-এর চেয়ে জঘন্য।

তিনি আরো বলেন, “ইসরায়েলের আত্মরক্ষার অধিকার থাকলেও আমাদের এটাও মনে রাখতে হবে যে হামাস সমস্ত ফিলিস্তিনি জনগণের প্রতিনিধিত্ব করে না। বরং এই গোষ্ঠী কেবল তাদের কষ্টই ডেকে এনেছে। ” সূত্র: সিএনএন



আপনার মূল্যবান মতামত দিন: