ঢাকা | রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

হাসপাতালে বোমা হামলাকে ‘ভয়াবহ বিপর্যয়’ বললেন পুতিন

আল আমিন | প্রকাশিত: ১৮ অক্টোবর ২০২৩ ১৭:২৪

আল আমিন
প্রকাশিত: ১৮ অক্টোবর ২০২৩ ১৭:২৪

ফাইল ছবি

অনলাইন ডেস্ক: রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন গাজার আল-আহলি হাসপাতালে বোমা হামলার ঘটনাকে ‘ভয়াবহ বিপর্যয়’ বলে মন্তব্য করেছেন।

চীনের রাজধানী বেইজিংয়ে এক সংবাদ সম্মেলনে রুশ প্রেসিডেন্ট বলেন, ‘হামলার ফলে যে ধ্বংসযজ্ঞ হয়েছে তা প্রমাণ করে যে, হামাস ও ইসরায়েলের মধ্যে লড়াই বন্ধ হওয়া উচিত। ’

ইসরায়েলি বিমান বাহিনীর বর্বর বোমা হামলা থেকে বাঁচতে নিজ বাড়ি-ঘর ছেড়েছেন গাজার অসংখ্য মানুষ।  বোমা হামলা থেকে নিজেদের ‘জীবন বাঁচাতে’ হাসপাতালে আশ্রয় নেন অনেকে।

এরমধ্যে অন্যতম একটি ছিল আল-আহলিল হাসপাতাল।

 মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) আল-আহলিল হাসপাতালে ভয়াবহ হামলা চালায় বর্বর ইসরায়েলি বাহিনী। এতে পাঁচশ’রও বেশি মানুষ প্রাণ হারিয়েছেন।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে ৫০০ মানুষের মৃত্যুর তথ্য নিশ্চিত করে এই হামলাকে ‘গণহত্যা ও যুদ্ধাপরাধ’ হিসেবে অভিহিত করেছে।

কর্তৃপক্ষ জানিয়েছে,  হাসপাতালটিতে অসুস্থ রোগী ও আশ্রিত মানুষ ছাড়া আর কেউ ছিল না।  

কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এই হামলাকে ‘ভয়াবহ এবং একেবারেই অগ্রহণযোগ্য’ বলে অভিহিত করেছেন। সূত্র: আল জাজিরা



আপনার মূল্যবান মতামত দিন: