
আন্তর্জাতিক ডেস্ক: ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাসের কাছে ১৫০ জন বন্দী আছে বলে নিশ্চিত করেছে ইসরায়েলি সামরিক বাহিনী। গত ৮ অক্টোবর ইসরায়েলে আকস্মিকন জিরবিহীন হামলার পর তাদেরকে আটক করে নিয়ে যায় হামাস।
এএফপির এক প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলে গত সপ্তাহে ব্যাপক হামলা চালায় হামাস। ইসরায়েলি সামরিক বাহিনীর মুখপাত্র ড্যানিয়েল হাগারি বলেছেন, হামাসের হাতে আটক ১৫৫ বন্দীর’ পরিবারের সঙ্গে ইসরায়েলি কর্তৃপক্ষ যোগাযোগ করেছে।
এর আগে দেওয়া পরিসংখ্যানে হামাসের হাতে আটক বন্দীর সংখ্যা ১২৬ জন বলে জানানো হয়েছিল।
রবিবার যুদ্ধের সম্মুখভাগ পরিদর্শনে যান আইডিএফপ্রধান লেফটেন্যান্ট জেনারেল হেরজি হালেভি। তিনি বলেন, খুব শিগগির গাজায় প্রবেশ করবে ইসরায়েলি সেনারা এবং হামাসকে ধ্বংস করবেন তারা।
জেনারেল হালেভি সেনাদের উদ্দেশ্যে বলেন, আমাদের দায়িত্ব হলো এখন গাজায় প্রবেশ করা।
সেখানে যাওয়া যেখানে হামাস প্রস্তুতি নিচ্ছে, কাজ করছে, পরিকল্পনা করছে এবং রকেট ছুড়ছে। তাদের সব দিক দিয়ে হামলা করুন, প্রত্যেক কমান্ডার, প্রত্যেক সদস্য এবং সবাইকে ধ্বংস করুন।
আপনার মূল্যবান মতামত দিন: