ঢাকা | বুধবার, ১৬ এপ্রিল ২০২৫, ৩ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশী নিহত

আল আমিন | প্রকাশিত: ১৩ এপ্রিল ২০২২ ০১:৫৯

আল আমিন
প্রকাশিত: ১৩ এপ্রিল ২০২২ ০১:৫৯

ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক: সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় এক বাংলাদেশী নিহত হয়েছেন। নিহত ব্যক্তির নাম সাইফুল ইসলাম (৪০)। তার বাড়ি কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায়।

সোমবার বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টার দিকে সৌদি আরবের হাইল শহরে দুর্ঘটনাটি ঘটে বলে জানা গেছে।

সাইফুল কটিয়াদী উপজেলার মসূয়া ইউনিয়নের বেতাল গ্রামের মৃত আবদুল নবী হোসেনের ছেলে।

সাইফুলের ভাগ্নে রিফাত জাহান অপু জানান, হাইল শহরে মোটরসাইকেলে অবস্থানরত অবস্থায় পিছন দিক থেকে একটি প্রাইভেট কার ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। সাথে সাথে তাকে সেখানকার একটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মৃত্যুর সময় সাইফুল তার স্ত্রী, ২ মেয়ে ও ১ ছেলে রেখে গেছেন।

বিদেশ বার্তা/ এএএ



আপনার মূল্যবান মতামত দিন: