ঢাকা | শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

গাজায় ইসরাইলি হামলাকে 'সম্মিলিত শাস্তি' বলল জাতিসংঘ

আল আমিন | প্রকাশিত: ১২ অক্টোবর ২০২৩ ১৭:৫৮

আল আমিন
প্রকাশিত: ১২ অক্টোবর ২০২৩ ১৭:৫৮

ফাইল ছবি

অনলাইন ডেস্ক: ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা অঞ্চলে ইসরাইলের হামলা ও সম্পূর্ণ অবরোধকে 'সম্মিলিত শাস্তি' বলে অভিহিত করেছেন জাতিসংঘের বিশেষজ্ঞদের দল। বৃহস্পতিবার এ ঘটনার নিন্দা জানিয়ে তারা বলেছেন, গাজার বিরুদ্ধে অবিরাম হামলা ‘সম্মিলিত শাস্তি’ হিসেবে গণ্য হয়েছে।

ইতোমধ্যে ইসরাইলের নির্বিচার হামলায় সেখানকার ১৩০০ এর বেশি লোক প্রাণ হারিয়েছেন। যদিও প্রকৃত সংখ্যা এর চেয়ে অনেক বেশি বলে মনে করা হচ্ছে। কারণ কিছু গণমাধ্যম বলছে, এ পর্যন্ত আড়াই হাজারের বেশি মানুষ মারা গেছে। কারণ বিগত ৭৫ বছরের ইতিহাসে ইসরাইল সবচেয়ে ভয়াবহ হামলা চালিয়েছে গাজা উপত্যকায়। বৃহস্পতিবার ষষ্ঠ দিনে পা দিয়েছে দুই পক্ষের অসম যুদ্ধ।

বার্তা সংস্থা রয়টার্স বলেছে, জাতিসংঘের স্বাধীন বিশেষজ্ঞ দলটি ইসরাইলে হামাসের হামলারও নিন্দা করেছে এবং একে ভয়ংকর অপরাধ বলে উল্লেখ করেছে। সেই সঙ্গে তারা বলেছেন, ইসরাইল ‘গাজার ইতোমধ্যে ক্লান্ত ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে নির্বিচার সামরিক হামলার আশ্রয় নিয়েছে।’

বিশেষজ্ঞ দলটি এক বিবৃতিতে বলেছে, ‘তারা ১৬ বছর ধরে বেআইনি অবরোধের মধ্যে বসবাস করেছে, এবং ইতোমধ্যেই পাঁচটি বড় নৃশংস যুদ্ধের মধ্য দিয়ে গেছে, যেগুলোর আজও কোনো জবাবদিহি হয়নি।’ গ্রুপটিতে জাতিসংঘের বেশ কয়েকজন বিশেষ র্যা পোর্টার রয়েছেন।

তারা বলেছেন, ‘এটি সম্মিলিত শাস্তির সমান। এমন সহিংসতার কোনো যৌক্তিকতা নেই; যা নির্বিচারে নিরপরাধ বেসামরিক মানুষকে লক্ষ্য করে, তা হামাস হোক বা ইসরাইলি বাহিনীই হোক না কেন।’

‘এটি আন্তর্জাতিক আইনে সম্পূর্ণ নিষিদ্ধ এবং এটি একটি যুদ্ধাপরাধের সমান,’ বলা হয়েছে বিবৃতিতে।

এদিকে জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস গাজায় নিরবিচ্ছিন্ন বা বাধাহীন মানবিক প্রবেশাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন।

ইসরাইল গাজার ওপর সম্পূর্ণ অবরোধ ঘোষণা করার কয়েক দিন পর জাতিসংঘের প্রধান সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ (যা পূর্বে টুইটার নামে পরিচিত ছিল) দেওয়া বিবৃতিতে বলেছেন, গাজায় খাদ্য ও পানিসহ মানবিক সহায়তা সরবরাহের অনুমতি দিতে হবে।



আপনার মূল্যবান মতামত দিন: