ঢাকা | রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

পশ্চিম তীরে ইসরায়েলি হামলায় আরো ২ ফিলিস্তিনি নিহত

আল আমিন | প্রকাশিত: ৬ অক্টোবর ২০২৩ ১৯:৫৪

আল আমিন
প্রকাশিত: ৬ অক্টোবর ২০২৩ ১৯:৫৪

ফাইল ছবি

অনলাইন ডেস্ক: অধিকৃত ফিলিস্তিনের পশ্চিম তীরে দখলদার ইসরায়েলি সেনা এবং অবৈধ ইহুদি বসতি স্থাপনকারীদের হামলায় আরো দুই ফিলিস্তিনি নিহত হয়েছেন।

এ নিয়ে গত ২৪ ঘণ্টায় পশ্চিম তীরে ইহুদিবাদীদের হামলায় চার ফিলিস্তিনি নিহত হলেন।

ফিলিস্তিনি স্বশাসন কর্তৃপক্ষের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ইহুদিবাদী ইসরায়েলিদের গুলিতে মারাত্মক আহত লাবিব দুমায়দি নামে ১৯ বছর বয়সী এক তরুণ আজ শুক্রবার সকালে মারা গেছেন। গতকাল সন্ধ্যায় নাবলুস শহরের হুয়ারা এলাকায় অবৈধ ইহুদি বসতি স্থাপনকারীদের গুলিতে মারাত্মকভাবে আহত হয়েছিলেন।

বর্বর ইহুদিবাদীরা এই তরুণের হার্টে গুলি করেছিল।

গতকাল সন্ধ্যায় অবৈধ বসতি স্থাপনকারী ইহুদিরা ইসরায়েলি সেনাদের সমর্থন নিয়ে হুয়ারা এলাকায় উস্কানিমূলক হামলা চালায় । এর কয়েক ঘন্টা আগে ইহুদিবাদী সেনারা পশ্চিম তীরে আর এক ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করে।

এছাড়া, গতকাল সকালের দিকে পশ্চিম তীরের তুলকারাম শহরে ইসরায়েলি সেনারা গুলি চালিয়ে হুজাইফা ফারেস এবং আব্দুর রহমান আতা নামে দুই তরুণকে শহীদ করে।

ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস জানিয়েছে, এ দুই তরুণ তাদের সামরিক শাখা ইজাদ্দিন আল-কাসসাম ব্রিগেডের সদস্য।

সূত্র : পার্সটুডে।



আপনার মূল্যবান মতামত দিন: