ঢাকা | শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

মোদিকে বিতর্কের প্রস্তাব দিলেন ইমরান খান

আল আমিন | প্রকাশিত: ২৩ ফেব্রুয়ারি ২০২২ ০৬:০৬

আল আমিন
প্রকাশিত: ২৩ ফেব্রুয়ারি ২০২২ ০৬:০৬

ইমরান খান-নরেন্দ্র মোদি

আন্তর্জাতিক ডেস্ক: দুই দিনের মস্কো সফরের আগে রুশ সংবাদমাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান ভারত-পাকিস্তানের মধ্যকার বিরোধ নিরসনে নরেন্দ্র মোদির সঙ্গে একটি টেলিভিশন বিতর্কের প্রস্তাব দিয়েছেন।

মঙ্গলবার রাশিয়া টুডে-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই প্রস্তাব দেন।

ইমরান খান বলেন, টেলিভিশনে নরেন্দ্র মোদির সঙ্গে আমি বিতর্ক করতে চাই। এটি ভারতীয় উপমহাদেশের শত কোটির বেশি মানুষের কাজে আসবে যদি এই বিতর্কে বিরোধ নিরসন হয়।

সাক্ষাৎকারে ইমরান খান আরও বলেছেন, ভারত শত্রু দেশে পরিণত হয়েছে। ফলে তাদের সঙ্গে বাণিজ্য তলানীতে পৌঁছেছে। সব দেশের সঙ্গে বাণিজ্যিক সম্পর্কের নীতি রয়েছে পাকিস্তানের।

এই বিষয়ে রয়টার্সের পক্ষ থেকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করা হলে তাৎক্ষণিক কোনও মন্তব্য পাওয়া যায়নি।

তবে ভারত পাকিস্তানকে সম্প্রতি স্পষ্ট করেছে যে সন্ত্রাস ও আলোচনা এক সঙ্গে হতে পারে না।

ভারত পাকিস্তানকে বারবার বলে আসছে, শুধু সন্ত্রাসমুক্ত পরিবেশে সংলাপ হতে পারে। আলোচনা শুরুর আগে সন্ত্রাসের বিরুদ্ধে পাকিস্তানের কঠোর পদক্ষেপ নেওয়ার প্রমাণ চেয়েছে দিল্লি। সূত্র: এনডিটিভি

বিদেশ বার্তা/ এএএ



আপনার মূল্যবান মতামত দিন: